০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অখ্যাত রেগিয়ানার সঙ্গে ড্র করলো জুভেন্টাস

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 1

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে যখন জায়ান্ট ক্লাবগুলো এশিয়া, অস্ট্রেলিয়া সফর করছে, তখন ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস বেছে নিলো নিজ দেশের ছোট ক্লাবগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে। সে হিসেবে আজ তারা মুখোমুখি হয়েছে সিরি-বি এর দল রেগিয়ানার। কিন্তু এই ক্লাবটিকেও হারাতে পারলো না জুভরা। ড্র করলো ২-২ গোলে।

জুভেন্টাসের ট্রেনিং সেন্টারে রেগিয়ানার মুখোমুখি হয় তোরিনের বুড়িরা (juventus vs reggiana)। কিন্তু নিজেদের মাঠে শুরুতেই গোল হজম করে স্বাগতিক জুভেন্টাস (juventus)। ২২ মিনিটে গোল করে রেগিয়ানাকে (reggiana) এগিয়ে দেন নাতান গিরমা।

যদিও গোল করে লিড ধরে রাখতে পারেনি রেগিয়ানা। এক মিনিট পরই (২৩তম মিনিটে) ফ্রান্সেসকো কনসেইকাও গোল করে সমতায় ফেরান জুভেন্টাসকে।

প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে সমতায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় জুভেন্টাস। ৪৭তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন দুসান ভ্লাহোভিক। কিন্তু ৭২তম মিনিটে রেগিয়ানাকে সমতায় ফেরান সেদরিক গনডো।

এই ম্যাচের মধ্য দিয়ে জুভেন্টাসের নতুন কোচ ইগোর টিউডরের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো রক্ষণভাগ ঠিক করা। কারণ, রেগিয়ানার মত সিরি-বি এর অখ্যাত ক্লাবও যদি ২টি গোল দিয়ে বসে জুভেন্টাসের জালে, তাহলে লিগের মূল লড়াই শুরু হলে পুরো মৌসুম ভুগতে হতে পারে তাকে।

আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে নূর নবীর পদত্যাগ

অখ্যাত রেগিয়ানার সঙ্গে ড্র করলো জুভেন্টাস

আপডেট সময়ঃ ১২:০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে যখন জায়ান্ট ক্লাবগুলো এশিয়া, অস্ট্রেলিয়া সফর করছে, তখন ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস বেছে নিলো নিজ দেশের ছোট ক্লাবগুলোর সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে। সে হিসেবে আজ তারা মুখোমুখি হয়েছে সিরি-বি এর দল রেগিয়ানার। কিন্তু এই ক্লাবটিকেও হারাতে পারলো না জুভরা। ড্র করলো ২-২ গোলে।

জুভেন্টাসের ট্রেনিং সেন্টারে রেগিয়ানার মুখোমুখি হয় তোরিনের বুড়িরা (juventus vs reggiana)। কিন্তু নিজেদের মাঠে শুরুতেই গোল হজম করে স্বাগতিক জুভেন্টাস (juventus)। ২২ মিনিটে গোল করে রেগিয়ানাকে (reggiana) এগিয়ে দেন নাতান গিরমা।

যদিও গোল করে লিড ধরে রাখতে পারেনি রেগিয়ানা। এক মিনিট পরই (২৩তম মিনিটে) ফ্রান্সেসকো কনসেইকাও গোল করে সমতায় ফেরান জুভেন্টাসকে।

প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে সমতায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় জুভেন্টাস। ৪৭তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন দুসান ভ্লাহোভিক। কিন্তু ৭২তম মিনিটে রেগিয়ানাকে সমতায় ফেরান সেদরিক গনডো।

এই ম্যাচের মধ্য দিয়ে জুভেন্টাসের নতুন কোচ ইগোর টিউডরের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো রক্ষণভাগ ঠিক করা। কারণ, রেগিয়ানার মত সিরি-বি এর অখ্যাত ক্লাবও যদি ২টি গোল দিয়ে বসে জুভেন্টাসের জালে, তাহলে লিগের মূল লড়াই শুরু হলে পুরো মৌসুম ভুগতে হতে পারে তাকে।

আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।