০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্রধারীদের বিষয়ে ব্যবস্থা না নিলে সুষ্ঠু নির্বাচন হবে না

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • 6

অস্ত্রধারীদের বিষয়ে ব্যবস্থা না নিলে সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. আবু নাছের।

তিনি বলেন, নির্বাচনের আগে সন্ত্রাসীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করা না গেলে সাংবাদিকদের যেমন নিরাপত্তার ঘাটতি সৃষ্টি হবে, একইভাবে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও শঙ্কায় থাকবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আবু নাছের।

এসময় চট্টগ্রাম-৮ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

ডা. আবু নাছের বলেন, ‌‘প্রশাসন সন্ত্রাসীদের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিলে আমাদের পক্ষ থেকে সাধুবাদ। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চিরুনি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হোক। আমাদের পক্ষ থেকে সন্ত্রাসীদের বিষয়ে কেউ সুপারিশ করতে গেলে তাকেও যাতে ছাড় দেওয়া না হয়। আমরা অন্যায়কারীকে কোনোভাবে সহ্য করবো না। আমরা একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন চাই। এক্ষেত্রে আমরা আমাদের সব জনশক্তি, কর্মী, সাধারণ জনতা এবং ভোটারদেরকে ঢাল হিসেবে নিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভূমিকা রাখবো।’

রাজনৈতিক নেতাদের সদিচ্ছা আর মনোযোগ বেকারত্ব ইস্যুর সমাধান করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে উপলব্ধি করেছি বর্তমানে বেকারত্ব সমস্যা সবচেয়ে বড় সমস্যা, যা আমাকে খুব পীড়া দেয়। তাই নির্বাচিত হলে আমার আসল লক্ষ্য হবে বেকারত্ব সমস্যা সমাধান করা।’

কালুরঘাট সেতু প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের এই প্রার্থী বলেন, ‘চট্টগ্রাম নগরের সঙ্গে বোয়ালখালী ও পটিয়া উপজেলার একাংশের যোগাযোগের মাধ্যম শতবর্ষী এ কালুরঘাট সেতু। পাশাপাশি বন্দর নগরীর সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগেরও অন্যতম সংযোগ। তবে রাজনৈতিক দলগুলোর অন্তঃকোন্দলের কারণে চট্টগ্রামের কালুরঘাট সেতুর নির্মাণ কাজ বিলম্বিত হয়েছে। এটা নিয়ে কথা বলতে বলতে রাজনীতিবিদরা প্রতারক হিসেবে চিহ্নিত হয়ে গেছেন। রাজনীতিবিদদের বাদ দিলে তো দেশ চলবে না। এটা থেকে বাঁচার জন্য হলেও কাজটা শুরু করতে হবে।’

এমআরএএইচ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

অস্ত্রধারীদের বিষয়ে ব্যবস্থা না নিলে সুষ্ঠু নির্বাচন হবে না

অস্ত্রধারীদের বিষয়ে ব্যবস্থা না নিলে সুষ্ঠু নির্বাচন হবে না

আপডেট সময়ঃ ০৬:০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

অস্ত্রধারীদের বিষয়ে ব্যবস্থা না নিলে সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মো. আবু নাছের।

তিনি বলেন, নির্বাচনের আগে সন্ত্রাসীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করা না গেলে সাংবাদিকদের যেমন নিরাপত্তার ঘাটতি সৃষ্টি হবে, একইভাবে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও শঙ্কায় থাকবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আবু নাছের।

এসময় চট্টগ্রাম-৮ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

ডা. আবু নাছের বলেন, ‌‘প্রশাসন সন্ত্রাসীদের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিলে আমাদের পক্ষ থেকে সাধুবাদ। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চিরুনি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হোক। আমাদের পক্ষ থেকে সন্ত্রাসীদের বিষয়ে কেউ সুপারিশ করতে গেলে তাকেও যাতে ছাড় দেওয়া না হয়। আমরা অন্যায়কারীকে কোনোভাবে সহ্য করবো না। আমরা একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন চাই। এক্ষেত্রে আমরা আমাদের সব জনশক্তি, কর্মী, সাধারণ জনতা এবং ভোটারদেরকে ঢাল হিসেবে নিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভূমিকা রাখবো।’

রাজনৈতিক নেতাদের সদিচ্ছা আর মনোযোগ বেকারত্ব ইস্যুর সমাধান করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে উপলব্ধি করেছি বর্তমানে বেকারত্ব সমস্যা সবচেয়ে বড় সমস্যা, যা আমাকে খুব পীড়া দেয়। তাই নির্বাচিত হলে আমার আসল লক্ষ্য হবে বেকারত্ব সমস্যা সমাধান করা।’

কালুরঘাট সেতু প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের এই প্রার্থী বলেন, ‘চট্টগ্রাম নগরের সঙ্গে বোয়ালখালী ও পটিয়া উপজেলার একাংশের যোগাযোগের মাধ্যম শতবর্ষী এ কালুরঘাট সেতু। পাশাপাশি বন্দর নগরীর সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগেরও অন্যতম সংযোগ। তবে রাজনৈতিক দলগুলোর অন্তঃকোন্দলের কারণে চট্টগ্রামের কালুরঘাট সেতুর নির্মাণ কাজ বিলম্বিত হয়েছে। এটা নিয়ে কথা বলতে বলতে রাজনীতিবিদরা প্রতারক হিসেবে চিহ্নিত হয়ে গেছেন। রাজনীতিবিদদের বাদ দিলে তো দেশ চলবে না। এটা থেকে বাঁচার জন্য হলেও কাজটা শুরু করতে হবে।’

এমআরএএইচ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।