০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আইন হবে জনগণের কল্যাণে: মাহবুব কবীর মিলন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • 3

আইন হবে জনগণের কল্যাণে—এমন আহ্বান জানিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে ৩১ জুলাই দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘তথ্য অধিকার আইন এবং তামাকজাতদ্রব্য নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনের প্রস্তাব সম্বলিত প্রচুর ই-মেইল গিয়েছে দুই মন্ত্রণালয়ে। এখনো যাচ্ছে। যা অকল্পনীয়। এটা একটা বিরল ঘটনা। অনেকে জীবনে প্রথম ই-মেইল করেছেন সরকারের কাছে।’

জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘অনেক ধন্যবাদ আপনাদের। কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই আমার। খসড়া রেডি করেছে মন্ত্রণালয়ের মাত্র কয়েকজন বা কোনো কমিটি। আমরা আপত্তি জানিয়েছি হাজার হাজার।’

আশাবাদ ব্যক্ত করে তিনি আরও লিখেছেন, ‘আমরা আশাবাদী, সরকার অবশ্যই জনগণের মতামতকে সম্মান জানিয়ে প্রস্তাবিত সংশোধনীগুলো যুক্ত করে অতি দ্রুত আইন হিসেবে কার্যকর করবে। আইন হবে জনগণের কল্যাণে। ক্ষমতায়ন হবে জনতার। এটাই হচ্ছে প্রকৃত উন্নয়ন।’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

আইন হবে জনগণের কল্যাণে: মাহবুব কবীর মিলন

আপডেট সময়ঃ ১২:০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

আইন হবে জনগণের কল্যাণে—এমন আহ্বান জানিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে ৩১ জুলাই দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘তথ্য অধিকার আইন এবং তামাকজাতদ্রব্য নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনের প্রস্তাব সম্বলিত প্রচুর ই-মেইল গিয়েছে দুই মন্ত্রণালয়ে। এখনো যাচ্ছে। যা অকল্পনীয়। এটা একটা বিরল ঘটনা। অনেকে জীবনে প্রথম ই-মেইল করেছেন সরকারের কাছে।’

জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘অনেক ধন্যবাদ আপনাদের। কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই আমার। খসড়া রেডি করেছে মন্ত্রণালয়ের মাত্র কয়েকজন বা কোনো কমিটি। আমরা আপত্তি জানিয়েছি হাজার হাজার।’

আশাবাদ ব্যক্ত করে তিনি আরও লিখেছেন, ‘আমরা আশাবাদী, সরকার অবশ্যই জনগণের মতামতকে সম্মান জানিয়ে প্রস্তাবিত সংশোধনীগুলো যুক্ত করে অতি দ্রুত আইন হিসেবে কার্যকর করবে। আইন হবে জনগণের কল্যাণে। ক্ষমতায়ন হবে জনতার। এটাই হচ্ছে প্রকৃত উন্নয়ন।’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।