০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালানো আসামি গ্রেফতার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • 49

বরগুনা আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি মো. আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। আল আমিন বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের লেমুয়া এলাকার আলতাফ চৌকিদারের ছেলে।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার ক্রোক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত শনিবার আল আমিনকে গ্রেফতার করে রোববার তাকে আদালতে হাজির করা হয়। এরপর পারিবারিক মামলার (মামলা নং ৩৬/১৮) ডিক্রির নির্দেশনার ভিত্তিতে আসামি আল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

পরে বিকেলে আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে ওঠানোর সময় আল আমিন কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। এরপর তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জাগো নিউজকে বলেন, আদালত চত্বর থেকে আসামি আল আমিন পালিয়ে যাওয়ার পরপরই তাকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনার পর আল আমিনের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।

নুরুল আহাদ অনিক/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালানো আসামি গ্রেফতার

আপডেট সময়ঃ ১২:০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

বরগুনা আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি মো. আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। আল আমিন বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের লেমুয়া এলাকার আলতাফ চৌকিদারের ছেলে।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার ক্রোক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত শনিবার আল আমিনকে গ্রেফতার করে রোববার তাকে আদালতে হাজির করা হয়। এরপর পারিবারিক মামলার (মামলা নং ৩৬/১৮) ডিক্রির নির্দেশনার ভিত্তিতে আসামি আল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

পরে বিকেলে আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে ওঠানোর সময় আল আমিন কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। এরপর তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জাগো নিউজকে বলেন, আদালত চত্বর থেকে আসামি আল আমিন পালিয়ে যাওয়ার পরপরই তাকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনার পর আল আমিনের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।

নুরুল আহাদ অনিক/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।