সময়টা ২০২১ সালের নভেম্বর, বিশ্ব প্রযুক্তিতে যুক্ত হলো নতুন এক মাত্রা। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি সামনে আনলো মাইক্রোসফটের ওপেনএআই। চ্যাটজিপিটি এআইয়ের এক অন্যতম আবিষ্কার, যা আমাদের জীবনে যেন আশীর্বাদ হয়ে এলো।
প্রযুক্তির এই আবিষ্কার জীবনকে অনেক সহজ করেছে। যে কোনো প্রশ্ন করলেই সহজে উত্তর দিয়ে দেয় সে। শুধু গুরুগম্ভীর আলোচনা নয়, সে লিখে দেয় কবিতা। রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, ভার্সিটির অ্যাসাইনমেন্ট, রিপোর্টের সব ধরনের কাজে আপনাকে সাহায্য করতে পারে।
একে একে চ্যাটজিপিটির কয়েকটি ভার্সন এসেছে। সর্বশেষ এসেছে চ্যাটজিপিটি ৫। তবে বাজারে আসতে না আসতেই বিতর্কের মুখে পড়েছে চ্যাটজিপিটি। ব্যবহারকারীদের দাবি চ্যাটজিপিটি ৪-ই ভালো ছিল।
অনলাইনে অনেকেই অভিযোগ জানিয়েছেন চ্যাটজিপিটি ৫ নিয়ে। কারো দাবি, চ্যাটজিপিটির নতুন সংস্করণ খুব বেশি ‘এনগেজ’ হয় না! ছোট ছোট উত্তরে কাজ সারে। অনেক সময় সাধারণ উত্তর দিতেও সমস্যায় পড়ে যায়। আবার অনেকেরই দাবি, চ্যাটজিপিটি ৪-এর তুলনায় অনেক বেশি সংগঠিত হলেও আলাপচারিতায় অনেক পিছিয়ে চ্যাটজিপিটি ৫।
যদিও ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান কয়েকদিন আগেই সংশয় প্রকাশ করেছিলেন চ্যাটবটের নতুন সংস্করণ নিয়ে। চ্যাটজিপিটি ৫-এর দক্ষতা সম্পর্কে অবশ্য দারুণ প্রশংসা শোনা গিয়েছিল তার মুখে। কিন্তু এবার অভিযোগ উঠল চ্যাটবটের ‘ব্যক্তিত্ব’ নিয়েই।
অবশ্য এখন অল্টম্যান জানিয়েছেন, তারা এরই মধ্যে এই সমস্যার সমাধানে কাজ করছেন। এবার থেকে ওপেনএআই আরও নতুন সেটিং নিয়ে এসেছে জিপিটি ৫-এ। এবার থেকে ইউজাররা বেছে নিতে পারবেন ‘অটো’, ‘ফাস্ট’, ‘থিঙ্কিং’ মোডের মধ্যে যে কোনোটিই।
আলাদা করে সিলেক্ট না করলে ‘অটো’ মোডেই থাকবে জিপিটি ৫। কিন্তু চাইলেই বাকি দুই মোডও বেছে নিতে পাবেন। এতে নিয়ন্ত্রণ, গতি ও গভীরতা সব দিক থেকেই নতুন অভিজ্ঞতা হবে। তবে জিপিটি ৫-এর ‘থিঙ্কিং’ মোডের ক্ষেত্রে সপ্তাহে ৩ হাজারের বেশি মেসেজ করা যাবে না। তা শেষ হয়ে গেলে জিপিটি ৫ থিঙ্কিং মিনিতে সুইচ করা যাবে।
এছাড়া ব্যবহারকারীদের একাংশের অভিযোগ ছিল, তাদের সঙ্গে মানসিকভাবে জুড়ে থাকছে না চ্যাটজিপিটির নতুন মডেল। এটিকে ইমোশনালি ডিসটেন্ট বলে দাবি করা হয়েছে। সোশ্যাল মিডিয়া এক্সে এই বিষয়ে স্যাম অল্টম্যান লিখেছেন, ‘নির্দিষ্ট কিছু এআই মডেলের সঙ্গে কিছু কিছু ব্যবহারকারীর মানসিক সংযোগ তৈরি হয়ে গিয়েছে। আগে যত টেকনোলজি এসেছে, সেগুলোর সঙ্গে বিচার করলে এই বিষয়টি একেবারে আলাদা।’
সূত্র: দ্য ভার্জ
কেএসকে/জেআইএম