স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের দায়িত্বে একই সচিব নিযুক্ত করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এর আগে এক অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা সচিব সাইদুর রহমান জানিয়েছেন, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা বিভাগ একীভূত হচ্ছে এবং এটি মূল অনুমোদন পেয়েছে, শুধু প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে।
এসইউজে/এমএএইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
এডমিন 













