১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কাজলের জন্মদিনে মজা করে যা বললেন অজয়

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • 1

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের জন্মদিন আজ। জন্মদিনে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে একদম নিজের স্টাইলে মজাদার বার্তা দিয়েছেন তার স্বামী অভিনেতা অজয় দেবগণ। ইনস্টাগ্রামে কাজলের দুটি দুর্দান্ত ছবি শেয়ার করে অজয় লিখেছেন এমন এক ক্যাপশন, যা মিষ্টি-রোমান্টিকের সঙ্গে জুড়ে দিয়েছে হাস্যরসও।

অজয় দেবগণ কাজলের দুটি ছবি শেয়ার করেন। প্রথম ছবিটি তারুণ্যের দিনগুলোর। যেখানে কাজলকে দেখা যায় চুল ঠিক করতে করতে অপূর্ব সৌন্দর্যে ধরা দিতে। দ্বিতীয় ছবিতে তিনি পরেছেন শাড়ি, মুখে প্রশান্ত হাসি। যা দেখে ভক্তদের মন জয় করে নিয়েছেন।

ছবির ক্যাপশনে অজয় লেখেন, ‘অনেক কিছু বলতাম… কিন্তু তবুও তুমি চোখ ঘুরিয়ে নিতে! তাই… জন্মদিনের শুভেচ্ছা প্রিয়তমা।’

১৯৯৫ সালের ‘হুলচুল’ ছবির সেটে প্রথম দেখা অজয়-কাজলের। পুরনো এক সাক্ষাৎকারে অজয় বলেছিলেন, তারা ধীরে ধীরে বন্ধু হন, আর সেই বন্ধুত্বই একসময় রূপ নেয় সম্পর্কে। তাদের প্রেমে ছিল না কোনো আনুষ্ঠানিক প্রস্তাব, বরং সব কিছুই ঘটেছে স্বাভাবিকভাবে।

১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি, এক মারাঠি হিন্দু রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। তাদের দুই সন্তান মেয়ে নাইসা ও ছেলে যুগ।

এই চমৎকার জুটি একসঙ্গে কাজ করেছেন বহু জনপ্রিয় সিনেমায়। যেমন ‘গুন্ডারাজ’, ‘ইশক’, ‘দিল কেয়া করে’, ‘তানহাজি: দ্য আনসং ওয়ারিয়র’ ইত্যাদি।

প্রসঙ্গত, ১৯৭৪ সালের ৫ আগস্ট মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন কাজল। তার মা তনুজা একজন অভিনেত্রী এবং বাবা শমু মুখার্জী ছিলেন পরিচালক ও প্রযোজক। কাজলের চাচাত বোন রানী মুখার্জী ও শ্রাবণী মুখার্জী বলিউডের অভিনেত্রী।

কাজলের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৯২ সালে, ষোল বছর বয়সে তার মায়ের সাথে প্রণয়ধর্মী ‘বেখুদি’ চলচ্চিত্রে। তার প্রথম বাণিজ্যিক সফল চলচ্চিত্র ‘বাজিগর’ মুক্তি পায় ১৯৯৩ সালে। সেখানে তিনি প্রথমবার জুটি বাঁধেন শাহরুখ খানের বিপরীতে। এরপর অসংখ্য চলচ্চিত্রে তিনি অনবদ্য অভিনয় করে কোটি দর্শকের মন জয় করেছেন। পেয়েছেন নানা রকম স্বীকৃতিও।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

কাজলের জন্মদিনে মজা করে যা বললেন অজয়

আপডেট সময়ঃ ১২:০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের জন্মদিন আজ। জন্মদিনে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে একদম নিজের স্টাইলে মজাদার বার্তা দিয়েছেন তার স্বামী অভিনেতা অজয় দেবগণ। ইনস্টাগ্রামে কাজলের দুটি দুর্দান্ত ছবি শেয়ার করে অজয় লিখেছেন এমন এক ক্যাপশন, যা মিষ্টি-রোমান্টিকের সঙ্গে জুড়ে দিয়েছে হাস্যরসও।

অজয় দেবগণ কাজলের দুটি ছবি শেয়ার করেন। প্রথম ছবিটি তারুণ্যের দিনগুলোর। যেখানে কাজলকে দেখা যায় চুল ঠিক করতে করতে অপূর্ব সৌন্দর্যে ধরা দিতে। দ্বিতীয় ছবিতে তিনি পরেছেন শাড়ি, মুখে প্রশান্ত হাসি। যা দেখে ভক্তদের মন জয় করে নিয়েছেন।

ছবির ক্যাপশনে অজয় লেখেন, ‘অনেক কিছু বলতাম… কিন্তু তবুও তুমি চোখ ঘুরিয়ে নিতে! তাই… জন্মদিনের শুভেচ্ছা প্রিয়তমা।’

১৯৯৫ সালের ‘হুলচুল’ ছবির সেটে প্রথম দেখা অজয়-কাজলের। পুরনো এক সাক্ষাৎকারে অজয় বলেছিলেন, তারা ধীরে ধীরে বন্ধু হন, আর সেই বন্ধুত্বই একসময় রূপ নেয় সম্পর্কে। তাদের প্রেমে ছিল না কোনো আনুষ্ঠানিক প্রস্তাব, বরং সব কিছুই ঘটেছে স্বাভাবিকভাবে।

১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি, এক মারাঠি হিন্দু রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। তাদের দুই সন্তান মেয়ে নাইসা ও ছেলে যুগ।

এই চমৎকার জুটি একসঙ্গে কাজ করেছেন বহু জনপ্রিয় সিনেমায়। যেমন ‘গুন্ডারাজ’, ‘ইশক’, ‘দিল কেয়া করে’, ‘তানহাজি: দ্য আনসং ওয়ারিয়র’ ইত্যাদি।

প্রসঙ্গত, ১৯৭৪ সালের ৫ আগস্ট মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন কাজল। তার মা তনুজা একজন অভিনেত্রী এবং বাবা শমু মুখার্জী ছিলেন পরিচালক ও প্রযোজক। কাজলের চাচাত বোন রানী মুখার্জী ও শ্রাবণী মুখার্জী বলিউডের অভিনেত্রী।

কাজলের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৯২ সালে, ষোল বছর বয়সে তার মায়ের সাথে প্রণয়ধর্মী ‘বেখুদি’ চলচ্চিত্রে। তার প্রথম বাণিজ্যিক সফল চলচ্চিত্র ‘বাজিগর’ মুক্তি পায় ১৯৯৩ সালে। সেখানে তিনি প্রথমবার জুটি বাঁধেন শাহরুখ খানের বিপরীতে। এরপর অসংখ্য চলচ্চিত্রে তিনি অনবদ্য অভিনয় করে কোটি দর্শকের মন জয় করেছেন। পেয়েছেন নানা রকম স্বীকৃতিও।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।