০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • 1

খুলনার রূপসায় ওয়ার্ড কমিটিতে পদ পেতে ফরম কেনা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের যোগীহাটি কবিরের মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুপসার আইচগাতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কমিটির ফরম কেনাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই গ্রুপের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। বিষয়টি তাৎক্ষণিক সুরাহা হলেও ধলা মিয়া নামে এক যুবদল কর্মী অপরপক্ষের ওপর লোকজন নিয়ে হামলা করেন।

এ ঘটনায় ধলা মিয়াসহ তোয়েব, মাসুদুর রহমান ও অয়ন শেখ ও শামসুর রহমান আহত হন।

রুপসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাভেদ মল্লিক বলেন, আহতদের চিকিৎসা জরুরি। তারা চিকিৎসাধীন রয়েছেন। তদন্তপূর্বক পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।

এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, ফরম কেনা কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।

আরিফুর রহমান/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

আপডেট সময়ঃ ০৬:০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

খুলনার রূপসায় ওয়ার্ড কমিটিতে পদ পেতে ফরম কেনা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের যোগীহাটি কবিরের মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুপসার আইচগাতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কমিটির ফরম কেনাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই গ্রুপের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। বিষয়টি তাৎক্ষণিক সুরাহা হলেও ধলা মিয়া নামে এক যুবদল কর্মী অপরপক্ষের ওপর লোকজন নিয়ে হামলা করেন।

এ ঘটনায় ধলা মিয়াসহ তোয়েব, মাসুদুর রহমান ও অয়ন শেখ ও শামসুর রহমান আহত হন।

রুপসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাভেদ মল্লিক বলেন, আহতদের চিকিৎসা জরুরি। তারা চিকিৎসাধীন রয়েছেন। তদন্তপূর্বক পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।

এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, ফরম কেনা কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।

আরিফুর রহমান/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।