০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চসিকের দুই কর কর্মকর্তা বরখাস্ত, তিনজনকে অব্যাহতি

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 8

ফিল্ডবুক ঘষামাজা করে দুই প্রতিষ্ঠানের ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকির ঘটনায় দুই কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বুধবার (২২ অক্টোবর) পৃথক চারটি আদেশে তাদের সাময়িক বরখাস্ত ও অব্যাহতি দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বরখাস্তদের মধ্যে রয়েছেন রাজস্ব বিভাগের কর কর্মকর্তা নুরুল আলম ও উপকর কর্মকর্তা জয় প্রকাশ সেন। আর দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন রাজস্ব বিভাগের হিসাব সহকারী মঞ্জুর মোর্শেদ, রূপসী রাণী দে ও আহসান উল্লাহ।

বরখাস্তের আদেশে বলা হয়, নগরীর দুটি প্রতিষ্ঠানের রাজস্ব আদায়ে ফিল্ডবুকে ঘষামাজা করে টাকার অঙ্ক কমানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। এক আদেশে উপকর কর্মকর্তা জয় প্রকাশ সেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে— তিনি ২৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকার স্থলে ফিল্ডবুকে প্রথম সংখ্যা ‘২’ মুছে ৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা দেখান।

আরেক আদেশে কর কর্মকর্তা নুরুল আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে— তিনি একটি প্রতিষ্ঠানের ২৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকার স্থলে ৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা এবং অন্য প্রতিষ্ঠানের ২৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকার স্থলে ৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা দেখিয়ে রাজস্ব আদায় করেন।

উভয় আদেশে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তারা খোরাকি ভাতা পাবেন।

এমডিআইএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

চসিকের দুই কর কর্মকর্তা বরখাস্ত, তিনজনকে অব্যাহতি

আপডেট সময়ঃ ১২:০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

ফিল্ডবুক ঘষামাজা করে দুই প্রতিষ্ঠানের ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকির ঘটনায় দুই কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বুধবার (২২ অক্টোবর) পৃথক চারটি আদেশে তাদের সাময়িক বরখাস্ত ও অব্যাহতি দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বরখাস্তদের মধ্যে রয়েছেন রাজস্ব বিভাগের কর কর্মকর্তা নুরুল আলম ও উপকর কর্মকর্তা জয় প্রকাশ সেন। আর দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন রাজস্ব বিভাগের হিসাব সহকারী মঞ্জুর মোর্শেদ, রূপসী রাণী দে ও আহসান উল্লাহ।

বরখাস্তের আদেশে বলা হয়, নগরীর দুটি প্রতিষ্ঠানের রাজস্ব আদায়ে ফিল্ডবুকে ঘষামাজা করে টাকার অঙ্ক কমানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। এক আদেশে উপকর কর্মকর্তা জয় প্রকাশ সেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে— তিনি ২৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকার স্থলে ফিল্ডবুকে প্রথম সংখ্যা ‘২’ মুছে ৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা দেখান।

আরেক আদেশে কর কর্মকর্তা নুরুল আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে— তিনি একটি প্রতিষ্ঠানের ২৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকার স্থলে ৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা এবং অন্য প্রতিষ্ঠানের ২৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকার স্থলে ৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা দেখিয়ে রাজস্ব আদায় করেন।

উভয় আদেশে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তারা খোরাকি ভাতা পাবেন।

এমডিআইএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।