০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ধানখেত থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • 20

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে ধানখেত থেকে ১০ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি অজগর উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ধান কাটার হারভেস্টার মেশিনে জড়িয়ে পড়লে স্থানীয়রা সাপটি দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজগরটি ধান কাটার মেশিনে আটকে গেলে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই সেটি মারতে উদ্যত হলে স্থানীয় যুবক সাদ্দাম হোসেন বাধা দেন। তিনি কৌশলে সাপটিকে বস্তায় ভরে বাড়িতে নিয়ে আসেন। এ সময় সাপটি তাকে কামড়ালেও এটি বিষধর না হওয়ায় কোনো ক্ষতি হয়নি।

পরে খবর পেয়ে উপজেলা বনবিভাগ ও খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা রাত ১২টার দিকে সাদ্দামের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করে। সাপটি সুন্দরবন এলাকায় অবমুক্ত করার প্রস্তুতি চলছে।

চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন ‘পানকৌড়ি’-র প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ জানান, এটি দেশীয় অজগর বা ময়াল সাপ, বৈজ্ঞানিকভাবে যা ইন্ডিয়ান রক পাইথন নামে পরিচিত। সম্পূর্ণ নির্বিষ এই প্রজাতির সাপ চুয়াডাঙ্গায় এটাই প্রথম ধরা পড়লো।

দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাপটি বন্যা ও অতিবৃষ্টির কারণে মাথাভাঙ্গা ও ভৈরব নদীর স্রোতে ভেসে এসেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, এই অঞ্চলে সাধারণত এমন অজগর দেখা যায় না। আমাদের এলাকায় কোনো অভয়ারণ্য না থাকায় সাপটি সুন্দরবনে অবমুক্ত করার জন্য খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়েছে।

হুসাইন মালিক/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।

ট্যাগঃ

চুয়াডাঙ্গায় ধানখেত থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

আপডেট সময়ঃ ০৬:০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে ধানখেত থেকে ১০ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি অজগর উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ধান কাটার হারভেস্টার মেশিনে জড়িয়ে পড়লে স্থানীয়রা সাপটি দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজগরটি ধান কাটার মেশিনে আটকে গেলে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই সেটি মারতে উদ্যত হলে স্থানীয় যুবক সাদ্দাম হোসেন বাধা দেন। তিনি কৌশলে সাপটিকে বস্তায় ভরে বাড়িতে নিয়ে আসেন। এ সময় সাপটি তাকে কামড়ালেও এটি বিষধর না হওয়ায় কোনো ক্ষতি হয়নি।

পরে খবর পেয়ে উপজেলা বনবিভাগ ও খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা রাত ১২টার দিকে সাদ্দামের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করে। সাপটি সুন্দরবন এলাকায় অবমুক্ত করার প্রস্তুতি চলছে।

চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন ‘পানকৌড়ি’-র প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ জানান, এটি দেশীয় অজগর বা ময়াল সাপ, বৈজ্ঞানিকভাবে যা ইন্ডিয়ান রক পাইথন নামে পরিচিত। সম্পূর্ণ নির্বিষ এই প্রজাতির সাপ চুয়াডাঙ্গায় এটাই প্রথম ধরা পড়লো।

দামুড়হুদা উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাপটি বন্যা ও অতিবৃষ্টির কারণে মাথাভাঙ্গা ও ভৈরব নদীর স্রোতে ভেসে এসেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, এই অঞ্চলে সাধারণত এমন অজগর দেখা যায় না। আমাদের এলাকায় কোনো অভয়ারণ্য না থাকায় সাপটি সুন্দরবনে অবমুক্ত করার জন্য খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়েছে।

হুসাইন মালিক/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।