সদ্যসমাপ্ত জুলাইয়ে দেশে স্বাভাবিকের চেয়ে ২৩ দশমিক ৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। মাসটিতে দেশে মোট ২৫ দিন বৃষ্টি হয়। রেকর্ডকৃত গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫৬৪ মিলিমিটার।
রোববার (৩ আগস্ট) আবহাওয়া অফিসের আগস্ট মাসব্যাপী পূর্বাভাসের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ে সক্রিয় মৌসুমী বায়ুপ্রবাহ, লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বর্ষণসহ সারাদেশে মাসের অধিকাংশ সময় বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ৮ জুলাই ফেনীতে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত ৩৯৯ মিলিমিটার রেকর্ড করা হয়।
১২-১৩ এবং ২৩-২৫ জুলাই পর্যন্ত বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যায়।
আবহাওয়া অফিস বলছে, জুলাইয়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ১৩ জুলাই রেকর্ড করা হয় সৈয়দপুরে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ১২ জুলাই বান্দরবানে রেকর্ড করা হয়।
মাসটিতে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং সারাদেশে গড় তাপমাত্রা বেশি ছিল দশমিক ১৫ ডিগ্রি সেলসিয়াস।
আরএএস/এমকেআর