০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি চায় এনসিপি: আখতার হোসেন

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:১৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 2

ঐকমত্য কমিশনের মাধ্যমে প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অবিলম্বে আইনি ভিত্তি তৈরি জরুরি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর জাতীয় সনদ তৈরির দ্বিতীয় পর্যায়ের শেষদিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আখতার বলেন, আমরা দীর্ঘসময় ধরে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছি। বেশকিছু বিষয়ে সর্বসম্মত ঐকমত্য হয়েছে, আবার কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট রেখেই কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তবে এখন পর্যন্ত কমিশনের পক্ষ থেকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো বিস্তারিত আলোচনা হয়নি।

এই এনসিপি নেতা বলেন, আমরা চাই অন্তর্বর্তী সরকার থেকেই জুলাই সনদের বাস্তবায়ন শুরু হোক এবং এর জন্য সুস্পষ্ট আইনি ভিত্তি তৈরি করা হোক। আমরা আজ কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের কাছে জানতে চেয়েছি, বাস্তবায়নের পথ ও পদ্ধতি নিয়ে কবে নাগাদ কমিশন আলোচনা করবে।

আখতার বলেন, কমিশন যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়েছে, সেটি প্রাথমিক খসড়া হলেও তাতে উল্লেখ আছে যে, নতুন সংসদ গঠনের পর দুই বছরের মধ্যে সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, আমাদের আশঙ্কা হলো, যদি এসব সংস্কার এখন থেকেই বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হয় এবং ভবিষ্যতে অন্য কোনো সরকারের ওপর তা ন্যস্ত করা হয়, তাহলে নানা ধরনের অনিশ্চয়তা ও সংকট তৈরি হতে পারে।

‘এনসিপি মনে করে, বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি এবং নাগরিকদের দীর্ঘ আলোচনার পর তৈরি হওয়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, অধ্যাপক আলী রীয়াজ আশ্বস্ত করেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে বাস্তবায়নের পথ খোঁজা হবে, তবে বিষয়টিতে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে।

আমাদের মনে হয়েছে, বাস্তবায়নের ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে এখনো কিছুটা দুর্বলতা কাজ করছে। অথচ আমরা সবাই দীর্ঘ সময় ধরে এখানে বসে আলোচনা করেছি, দেশের মানুষ একটি জবাবদিহিমূলক, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও ভারসাম্যপূর্ণ নতুন রাষ্ট্র কাঠামো প্রত্যাশা করছে। যদি বাস্তবায়ন নিয়েই হোঁচট খাই, তবে আমাদের সব পরিশ্রম ও ত্যাগ ব্যর্থ হবে,” বলেন তিনি।

এনসিপি সদস্য সচিব আরও জানান, আজকের আলোচনায় অধিকাংশ রাজনৈতিক দলই কমিশনের উদ্যোগে বাস্তবায়নের পথরেখা নির্ধারণের বিষয়ে মত দিয়েছে।

এনসিপির সদস্য সচিব আখতার বলেন, আমরা কমিশনের ধৈর্য, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও উদ্যোগকে সাধুবাদ জানাই। এখন সবচেয়ে জরুরি হলো বাস্তবায়নের সুস্পষ্ট পথ নির্ধারণ করা এবং সেটি দ্রুত কার্যকর করা। আমরা আশা করি, কমিশন খুব শিগগির রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে এই বিষয়ে আলাপ করবে।

আরএএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি চায় এনসিপি: আখতার হোসেন

আপডেট সময়ঃ ১২:১৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

ঐকমত্য কমিশনের মাধ্যমে প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অবিলম্বে আইনি ভিত্তি তৈরি জরুরি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর জাতীয় সনদ তৈরির দ্বিতীয় পর্যায়ের শেষদিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আখতার বলেন, আমরা দীর্ঘসময় ধরে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছি। বেশকিছু বিষয়ে সর্বসম্মত ঐকমত্য হয়েছে, আবার কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট রেখেই কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তবে এখন পর্যন্ত কমিশনের পক্ষ থেকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোনো বিস্তারিত আলোচনা হয়নি।

এই এনসিপি নেতা বলেন, আমরা চাই অন্তর্বর্তী সরকার থেকেই জুলাই সনদের বাস্তবায়ন শুরু হোক এবং এর জন্য সুস্পষ্ট আইনি ভিত্তি তৈরি করা হোক। আমরা আজ কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের কাছে জানতে চেয়েছি, বাস্তবায়নের পথ ও পদ্ধতি নিয়ে কবে নাগাদ কমিশন আলোচনা করবে।

আখতার বলেন, কমিশন যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়েছে, সেটি প্রাথমিক খসড়া হলেও তাতে উল্লেখ আছে যে, নতুন সংসদ গঠনের পর দুই বছরের মধ্যে সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, আমাদের আশঙ্কা হলো, যদি এসব সংস্কার এখন থেকেই বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হয় এবং ভবিষ্যতে অন্য কোনো সরকারের ওপর তা ন্যস্ত করা হয়, তাহলে নানা ধরনের অনিশ্চয়তা ও সংকট তৈরি হতে পারে।

‘এনসিপি মনে করে, বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি এবং নাগরিকদের দীর্ঘ আলোচনার পর তৈরি হওয়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, অধ্যাপক আলী রীয়াজ আশ্বস্ত করেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে বাস্তবায়নের পথ খোঁজা হবে, তবে বিষয়টিতে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে।

আমাদের মনে হয়েছে, বাস্তবায়নের ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে এখনো কিছুটা দুর্বলতা কাজ করছে। অথচ আমরা সবাই দীর্ঘ সময় ধরে এখানে বসে আলোচনা করেছি, দেশের মানুষ একটি জবাবদিহিমূলক, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও ভারসাম্যপূর্ণ নতুন রাষ্ট্র কাঠামো প্রত্যাশা করছে। যদি বাস্তবায়ন নিয়েই হোঁচট খাই, তবে আমাদের সব পরিশ্রম ও ত্যাগ ব্যর্থ হবে,” বলেন তিনি।

এনসিপি সদস্য সচিব আরও জানান, আজকের আলোচনায় অধিকাংশ রাজনৈতিক দলই কমিশনের উদ্যোগে বাস্তবায়নের পথরেখা নির্ধারণের বিষয়ে মত দিয়েছে।

এনসিপির সদস্য সচিব আখতার বলেন, আমরা কমিশনের ধৈর্য, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও উদ্যোগকে সাধুবাদ জানাই। এখন সবচেয়ে জরুরি হলো বাস্তবায়নের সুস্পষ্ট পথ নির্ধারণ করা এবং সেটি দ্রুত কার্যকর করা। আমরা আশা করি, কমিশন খুব শিগগির রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে এই বিষয়ে আলাপ করবে।

আরএএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।