০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জেমসের তৃতীয় স্ত্রী কে এই মার্কিন নাগরিক নামিয়া আমিন?

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 7

সংগীতের সঙ্গে সম্পর্ক কখনও ছিন্ন হয়নি, তবে ব্যক্তিজীবনে একাধিকবার সঙ্গী বদলেছেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের ‘গুরু’ মাহফুজ আনাম জেমস। সম্প্রতি তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনেন এই কিংবদন্তি গায়ক। জানিয়েছেন, ৬১ বছর বয়সে বাবার হওয়ার খবরও।

অনেকেই জানতে চাচ্ছেন, জেমসের তৃতীয় স্ত্রী কে এই মার্কিন নাগরিক নামিয়া আমিন?

জানা গেছে, নামিয়া আমিন যুক্তরাষ্ট্রের নাগরিক। জন্ম ও বেড়ে ওঠা সেখানেই। তার বাবা নুরুল আমিন ও মা নাহিদ আমিন দুজনেই মার্কিন নাগরিক এবং স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। নামিয়া নিউইয়র্কের জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিস থেকে স্নাতক সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত।

২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে জেমস ও নামিয়ার পরিচয় হয়। প্রথম দেখায় বন্ধুত্ব, এরপর ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠতা। এক বছর পর, ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাদের পুত্রসন্তান জিবরানের জন্ম হয়। জন্মের সময় জেমস নিজেও হাসপাতালে উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর স্ত্রী ও সন্তানকে নিয়ে দেশে ফেরেন তিনি।

এর আগে চিত্রনায়িকা রথি ও প্রবাসী বেনজীর সাজ্জাদ ছিলেন জেমসের প্রথম ও দ্বিতীয় স্ত্রী। ২০১৪ সালে বেনজীরের সঙ্গে তার বিচ্ছেদ হয় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে। বেনজীর তখন মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন। আর জেমস পেশাগত কারণে দেশ ছাড়তে রাজি ছিলেন না।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

জেমসের তৃতীয় স্ত্রী কে এই মার্কিন নাগরিক নামিয়া আমিন?

আপডেট সময়ঃ ০৬:০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

সংগীতের সঙ্গে সম্পর্ক কখনও ছিন্ন হয়নি, তবে ব্যক্তিজীবনে একাধিকবার সঙ্গী বদলেছেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের ‘গুরু’ মাহফুজ আনাম জেমস। সম্প্রতি তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনেন এই কিংবদন্তি গায়ক। জানিয়েছেন, ৬১ বছর বয়সে বাবার হওয়ার খবরও।

অনেকেই জানতে চাচ্ছেন, জেমসের তৃতীয় স্ত্রী কে এই মার্কিন নাগরিক নামিয়া আমিন?

জানা গেছে, নামিয়া আমিন যুক্তরাষ্ট্রের নাগরিক। জন্ম ও বেড়ে ওঠা সেখানেই। তার বাবা নুরুল আমিন ও মা নাহিদ আমিন দুজনেই মার্কিন নাগরিক এবং স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। নামিয়া নিউইয়র্কের জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিস থেকে স্নাতক সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত।

২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে জেমস ও নামিয়ার পরিচয় হয়। প্রথম দেখায় বন্ধুত্ব, এরপর ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠতা। এক বছর পর, ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাদের পুত্রসন্তান জিবরানের জন্ম হয়। জন্মের সময় জেমস নিজেও হাসপাতালে উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর স্ত্রী ও সন্তানকে নিয়ে দেশে ফেরেন তিনি।

এর আগে চিত্রনায়িকা রথি ও প্রবাসী বেনজীর সাজ্জাদ ছিলেন জেমসের প্রথম ও দ্বিতীয় স্ত্রী। ২০১৪ সালে বেনজীরের সঙ্গে তার বিচ্ছেদ হয় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে। বেনজীর তখন মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন। আর জেমস পেশাগত কারণে দেশ ছাড়তে রাজি ছিলেন না।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।