০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টিকটকের জনপ্রিয় ফিচার পাবেন ইনস্টাগ্রামে

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 0

বিশ্বজুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। সব বয়সী ব্যবহারকারী রয়েছে ইনস্টাগ্রামের।

ব্যবহারকারীদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে অ্যাপটি। এবার জনপ্রিয় অ্যাপ টিকটকের জনপ্রিয় একটি ফিচার পাবেন ইনস্টাগ্রামে। এই ফিচারের মাধ্যমে সব ব্যবহারকারীর রিল রিপোস্ট করা যাবে। অর্থাৎ ব্যবহারকারী কাউকে ফলো করুন বা না করুন, সেই ব্যক্তির রিল রিপোস্ট করতে পারবেন। ফিচারটি কাজ করবে একদম টিকটকের মতো করেই।

আগে ইনস্টাগ্রামে শুধু স্টোরির মাধ্যমেই রিল রিপোস্ট করা যেত। কিন্তু এখন এটি সরাসরি ভাবে রিপোস্ট করা যাবে। আর এই রিপোস্টেড ভিডিওগুলো একটি ভিন্ন ফিড এবং ফলোয়ারদের প্রধান ফিডে দেখা যাবে। জানেন কি? ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ফিচার রিলস, সেটির ভাবনাও এসেছিল এই টিকটক থেকেই।

পাশাপাশি লোকেশন-শেয়ারিং ফিচারে পরিবর্তন এনেছে ইনস্টাগ্রাম। এখন লাইভ ম্যাপ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী সেই সব বন্ধুর লোকেশন দেখতে পাবেন, যারা তাকে নিজেদের লোকেশন ট্র্যাক করার অনুমতি দিয়েছেন।

আরেক জনপ্রিয় মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের স্ন্যাপ ম্যাপের মতোই হতে চলেছে এই ফিচারটি। ডিফল্ট হিসেবেই এই ফিচারটি অফ হয়ে যাবে। আর এটি ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে ম্যানুয়ালি তা চালু করতে হবে। যাতে প্রিভেসি সুরক্ষিত থাকে।

বেশ কিছু সময় ধরেই ক্রমাগত নতুন ফিচার যোগ করার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে Instagram-কে। শুধু তা-ই নয়, এটি সাধারণ ফটো শেয়ারিং প্ল্যাটফর্মের থেকেও বেশি কিছু হয়ে উঠছে বলেও ব্যাপক সমালোচনা শুনতে হচ্ছে।

মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের উপর আরও মনোনিবেশ করতে চাইছে। এই পদক্ষেপের মাধ্যমে ইনস্টাগ্রাম স্পষ্ট করে দিয়েছে যে, তারা শুধু ফটো-শেয়ারিং অ্যাপ হয়ে থাকতে চায় না। বরং তারা ভিডিও, লোকেশন এবং ইন্টারঅ্যাকটিভ টুলের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যস্ত রাখতে চায়।

সূত্র:দ্য ইকোনমিকস টাইমস

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

টিকটকের জনপ্রিয় ফিচার পাবেন ইনস্টাগ্রামে

আপডেট সময়ঃ ০৬:০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

বিশ্বজুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। সব বয়সী ব্যবহারকারী রয়েছে ইনস্টাগ্রামের।

ব্যবহারকারীদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে অ্যাপটি। এবার জনপ্রিয় অ্যাপ টিকটকের জনপ্রিয় একটি ফিচার পাবেন ইনস্টাগ্রামে। এই ফিচারের মাধ্যমে সব ব্যবহারকারীর রিল রিপোস্ট করা যাবে। অর্থাৎ ব্যবহারকারী কাউকে ফলো করুন বা না করুন, সেই ব্যক্তির রিল রিপোস্ট করতে পারবেন। ফিচারটি কাজ করবে একদম টিকটকের মতো করেই।

আগে ইনস্টাগ্রামে শুধু স্টোরির মাধ্যমেই রিল রিপোস্ট করা যেত। কিন্তু এখন এটি সরাসরি ভাবে রিপোস্ট করা যাবে। আর এই রিপোস্টেড ভিডিওগুলো একটি ভিন্ন ফিড এবং ফলোয়ারদের প্রধান ফিডে দেখা যাবে। জানেন কি? ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ফিচার রিলস, সেটির ভাবনাও এসেছিল এই টিকটক থেকেই।

পাশাপাশি লোকেশন-শেয়ারিং ফিচারে পরিবর্তন এনেছে ইনস্টাগ্রাম। এখন লাইভ ম্যাপ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী সেই সব বন্ধুর লোকেশন দেখতে পাবেন, যারা তাকে নিজেদের লোকেশন ট্র্যাক করার অনুমতি দিয়েছেন।

আরেক জনপ্রিয় মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের স্ন্যাপ ম্যাপের মতোই হতে চলেছে এই ফিচারটি। ডিফল্ট হিসেবেই এই ফিচারটি অফ হয়ে যাবে। আর এটি ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে ম্যানুয়ালি তা চালু করতে হবে। যাতে প্রিভেসি সুরক্ষিত থাকে।

বেশ কিছু সময় ধরেই ক্রমাগত নতুন ফিচার যোগ করার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে Instagram-কে। শুধু তা-ই নয়, এটি সাধারণ ফটো শেয়ারিং প্ল্যাটফর্মের থেকেও বেশি কিছু হয়ে উঠছে বলেও ব্যাপক সমালোচনা শুনতে হচ্ছে।

মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের উপর আরও মনোনিবেশ করতে চাইছে। এই পদক্ষেপের মাধ্যমে ইনস্টাগ্রাম স্পষ্ট করে দিয়েছে যে, তারা শুধু ফটো-শেয়ারিং অ্যাপ হয়ে থাকতে চায় না। বরং তারা ভিডিও, লোকেশন এবং ইন্টারঅ্যাকটিভ টুলের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যস্ত রাখতে চায়।

সূত্র:দ্য ইকোনমিকস টাইমস

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।