০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় সন্ধ্যা থেকে বৃষ্টি, জনদুর্ভোগ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • 42

রাজধানী ঢাকায় রোববার (২৮ জুলাই) সন্ধ্যার পর থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। কখনো হালকা, কখনো মাঝারি ধরনের এই বৃষ্টিপাতে বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জ্বলাবদ্ধতা। লাগাতার এই বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

রোববার রাতে সরেজমিনে, রাজধানীর শান্তিনগর, মালিবাগ, মধুবাগম, মগবাজার, ওয়ারলেস ঘুরে দেখা গেছে এসব এলাকার অনেক সড়কে পানি জমে আছে। কোথাও কোথাও যানজট ও অটোরিকশার জটলা বেঁধে আছে।

ওয়ারলেস মোড়ে কথা হয় অফিস ফেরত রাইসুল ইসলামের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, মহাখালী থেকে আসছিলাম বাসে করে। নেমে আর বাসায় যাওয়ার রিকশা পাই না। বৃষ্টি হলেই রিকশাওয়ালারা ভাড়া দ্বিগুণ করে ফেলে। এদিকে, হেটেও যাওয়ার মতো পরিস্থিতি নেই।

রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে কথা হয় ব্যবসায়ী আলী আহমদের সঙ্গে। তিনি বলেন, দিনভর বৃষ্টি ছিল না। এখন শুরু হয়ে আবার থামছে না। দোকান বন্ধ করে বাসায় ফিরছি, কিন্ত রাস্তায় পানি জমে গেছে। এই এলাকায় সবসময় আধাঘন্টার বেশি বৃষ্টি হলেই, পানি জমে যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির এই ধারা আগামী এক-দুইদিন অব্যাহত থাকতে পারে।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ৯টার পরেও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি সোমবারও (২৮ জুলাই) থাকবে। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা থেকে রোববার (২৭ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে।

রোববার সন্ধায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (২৮ জুলাই) খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ও বাকী ৬ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এসময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, বুধবার (৩০ জুলাই) থেকে দেশে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময় ঢাকাতেও বৃষ্টি কমতে পারে।

আরএএস/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

শত কোটি টাকার সম্পত্তি আত্মসাতে জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তি আটক

ঢাকায় সন্ধ্যা থেকে বৃষ্টি, জনদুর্ভোগ

আপডেট সময়ঃ ০৬:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

রাজধানী ঢাকায় রোববার (২৮ জুলাই) সন্ধ্যার পর থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। কখনো হালকা, কখনো মাঝারি ধরনের এই বৃষ্টিপাতে বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জ্বলাবদ্ধতা। লাগাতার এই বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

রোববার রাতে সরেজমিনে, রাজধানীর শান্তিনগর, মালিবাগ, মধুবাগম, মগবাজার, ওয়ারলেস ঘুরে দেখা গেছে এসব এলাকার অনেক সড়কে পানি জমে আছে। কোথাও কোথাও যানজট ও অটোরিকশার জটলা বেঁধে আছে।

ওয়ারলেস মোড়ে কথা হয় অফিস ফেরত রাইসুল ইসলামের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, মহাখালী থেকে আসছিলাম বাসে করে। নেমে আর বাসায় যাওয়ার রিকশা পাই না। বৃষ্টি হলেই রিকশাওয়ালারা ভাড়া দ্বিগুণ করে ফেলে। এদিকে, হেটেও যাওয়ার মতো পরিস্থিতি নেই।

রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে কথা হয় ব্যবসায়ী আলী আহমদের সঙ্গে। তিনি বলেন, দিনভর বৃষ্টি ছিল না। এখন শুরু হয়ে আবার থামছে না। দোকান বন্ধ করে বাসায় ফিরছি, কিন্ত রাস্তায় পানি জমে গেছে। এই এলাকায় সবসময় আধাঘন্টার বেশি বৃষ্টি হলেই, পানি জমে যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির এই ধারা আগামী এক-দুইদিন অব্যাহত থাকতে পারে।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ৯টার পরেও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি সোমবারও (২৮ জুলাই) থাকবে। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা থেকে রোববার (২৭ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে।

রোববার সন্ধায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (২৮ জুলাই) খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ও বাকী ৬ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এসময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, বুধবার (৩০ জুলাই) থেকে দেশে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময় ঢাকাতেও বৃষ্টি কমতে পারে।

আরএএস/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।