০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দোকান উদ্বোধনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু, আহত ৫

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • 3

রংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের শাহাবাজ (আমতলা) বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের জোবেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫) এবং মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।

স্থানীয়দের বরাত দিয়ে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন,
শাহাবাজ বাজারে নজর আলী নামে এক ব্যক্তি নতুন একটি সারের দোকান চালু করেন। রোববার ছিল দোকানটির উদ্বোধন। উদ্বোধনের জন্য অন্তত ৪০-৫০ জন এসেছিলেন।

এ উপলক্ষে দোকানে মিলাদ ও জিকিরের আয়োজন করা হয়। দোকানঘরের সঙ্গে কাঁচা বাঁশের খুঁটিতে মাইক লাগানো ছিল। সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে বাতাস শুরু হলে সেই বাঁশের মাথা ১১ কেভি ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বাঁশসহ টিন দিয়ে ঘেরা দোকানঘরটি বিদ্যুতায়িত হয়।

এসময় শাহাবুদ্দিন ও শরিফুলসহ সাতজন আহত হন। পরে তাদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি তিনজন কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় মরদেহ হস্তান্তরসহ আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

জিতু কবীর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গু‌লি ও ককটেল উদ্ধার

দোকান উদ্বোধনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু, আহত ৫

আপডেট সময়ঃ ০৬:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

রংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের শাহাবাজ (আমতলা) বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের জোবেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫) এবং মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।

স্থানীয়দের বরাত দিয়ে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন,
শাহাবাজ বাজারে নজর আলী নামে এক ব্যক্তি নতুন একটি সারের দোকান চালু করেন। রোববার ছিল দোকানটির উদ্বোধন। উদ্বোধনের জন্য অন্তত ৪০-৫০ জন এসেছিলেন।

এ উপলক্ষে দোকানে মিলাদ ও জিকিরের আয়োজন করা হয়। দোকানঘরের সঙ্গে কাঁচা বাঁশের খুঁটিতে মাইক লাগানো ছিল। সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে বাতাস শুরু হলে সেই বাঁশের মাথা ১১ কেভি ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বাঁশসহ টিন দিয়ে ঘেরা দোকানঘরটি বিদ্যুতায়িত হয়।

এসময় শাহাবুদ্দিন ও শরিফুলসহ সাতজন আহত হন। পরে তাদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি তিনজন কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় মরদেহ হস্তান্তরসহ আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

জিতু কবীর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।