মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে পশ্চিমবঙ্গের দুয়ারে দুর্যোগের ঘনঘটা। কলকাতাসহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গজুড়ে টানা বৃষ্টি চলছে বেশ কিছুদিন ধরে। এর মধ্যেই কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, সোমবার (৪ আগস্ট) পর্যন্ত এই বৃষ্টি চলবে রাজ্যজুড়ে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) কলকাতাসহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিন পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, বৃহস্পতিবার (৩১ জুলাই) দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। শুক্রবার (১ আগস্ট) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকাংশ কমবে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এই সব জেলাতে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতাসহ হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও নদীয়া এই সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে অধিকাংশ জায়গার বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। টানা সোমবার (৪ আগস্ট) পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। এই মুহূর্তে সমুদ্র উত্তল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। তবে এই কদিন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।
ডিডি/এসএএইচ