পাকিস্তান সামরিক একাডেমি (পিএমএ) থেকে প্রশিক্ষণ সম্পন্ন করে মর্যাদাপূর্ণ কমান্ড্যান্টস ওভারসিজ মেডেল পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাডেট জান্নাতুল মাওয়া। অসাধারণ সাফল্যের জন্য তার হাতে এই পদক তুলে দেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।
শনিবার (১৮ অক্টোবর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের অ্যাবোটাবাদের কাকুলে অনুষ্ঠিত এ পাসিং আউট প্যারেডে অংশ নেন ১৫২তম পিএমএ লং কোর্স, ৭১তম ইন্টিগ্রেটেড কোর্স, ২৬তম লেডি ক্যাডেট কোর্স ও ৩৭তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের ক্যাডেটরা। জান্নাতুল মাওয়া ২৬তম লেডি ক্যাডেট কোর্সে অংশ নিয়েছিলেন।
ইরাক, ফিলিস্তিন, কাতার, মালি, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইয়েমেন, বাংলাদেশ ও নাইজেরিয়াসহ বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের প্রশিক্ষণার্থীরাও এ অনুষ্ঠানে অংশ নেন।
প্যারেডে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান কৃতিত্বপূর্ণ ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তাদের মধ্যে ১৫২তম পিএমএ লং কোর্সের একাডেমি সিনিয়র আন্ডার অফিসার আহমেদ মুজতবা আরিফ রাজা পান মর্যাদাপূর্ণ সোর্ড অব অনার, আর ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার জোহাইর হোসেন পান রাষ্ট্রপতির স্বর্ণপদক।
জেপিআই/এসএএইচ
এডমিন 













