০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত শিগগির সমাধান করবো: ট্রাম্প

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • 8

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংঘাত খুব দ্রুত সমাধান করবেন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের সাইডলাইনে রোববার (২৬ অক্টোবর ২০২৫) এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, পাকিস্তানের ফিল্ড মার্শাল (জেনারেল আসিম মুনির) এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দারুণ মানুষ। আমি জানি, আমরা এটা খুব দ্রুত সমাধান করবো। সংঘাতটি কয়েক দিন আগে শুরু হয়েছে।

সম্প্রতি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র লড়াই ছড়িয়ে পড়ার পর ট্রাম্প জানিয়েছেন, তিনি শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় সহায়তা করতে আগ্রহী, যদিও সে সময় তিনি হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি বিনিময় প্রক্রিয়া তত্ত্বাবধান করছিলেন।

তিনি বলেন, আমি বলেছিলাম, আমাকে একটু অপেক্ষা করতে হবে। আমি অন্য একটি কাজ করছি। কারণ আমি যুদ্ধ থামাতে পারি, আমি শান্তি স্থাপনেও দক্ষ।

এদিকে, সংঘাত নিরসনে পাকিস্তান ও আফগানিস্তান দ্বিতীয় দফা আলোচনা করেছে তুরস্কের ইস্তাম্বুলে, যেখানে সীমান্তে সন্ত্রাসী চলাচল রোধে যৌথ তদারকি কাঠামো গঠনের বিষয়টি আলোচিত হয়।

তবে পাকিস্তান সতর্ক করেছে, আলোচনা ব্যর্থ হলে যুদ্ধই হতে পারে চূড়ান্ত বিকল্প।

এই মাসের শুরুতে সংঘর্ষে ডজনখানেক সেনা, বেসামরিক নাগরিক নিহত হয়। ফলে যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়। পরে ১৯ অক্টোবর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় আলোচনার মাধ্যমে সাময়িক শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ সতর্ক করে বলেন, যদি আলোচনা ব্যর্থ হয়, তবে আফগান তালেবানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, আলোচনার ফল আজ অথবা আগামীকাল জানা যাবে।

সূত্র: এপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত শিগগির সমাধান করবো: ট্রাম্প

আপডেট সময়ঃ ১২:০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংঘাত খুব দ্রুত সমাধান করবেন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের সাইডলাইনে রোববার (২৬ অক্টোবর ২০২৫) এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, পাকিস্তানের ফিল্ড মার্শাল (জেনারেল আসিম মুনির) এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দারুণ মানুষ। আমি জানি, আমরা এটা খুব দ্রুত সমাধান করবো। সংঘাতটি কয়েক দিন আগে শুরু হয়েছে।

সম্প্রতি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র লড়াই ছড়িয়ে পড়ার পর ট্রাম্প জানিয়েছেন, তিনি শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় সহায়তা করতে আগ্রহী, যদিও সে সময় তিনি হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি বিনিময় প্রক্রিয়া তত্ত্বাবধান করছিলেন।

তিনি বলেন, আমি বলেছিলাম, আমাকে একটু অপেক্ষা করতে হবে। আমি অন্য একটি কাজ করছি। কারণ আমি যুদ্ধ থামাতে পারি, আমি শান্তি স্থাপনেও দক্ষ।

এদিকে, সংঘাত নিরসনে পাকিস্তান ও আফগানিস্তান দ্বিতীয় দফা আলোচনা করেছে তুরস্কের ইস্তাম্বুলে, যেখানে সীমান্তে সন্ত্রাসী চলাচল রোধে যৌথ তদারকি কাঠামো গঠনের বিষয়টি আলোচিত হয়।

তবে পাকিস্তান সতর্ক করেছে, আলোচনা ব্যর্থ হলে যুদ্ধই হতে পারে চূড়ান্ত বিকল্প।

এই মাসের শুরুতে সংঘর্ষে ডজনখানেক সেনা, বেসামরিক নাগরিক নিহত হয়। ফলে যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়। পরে ১৯ অক্টোবর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় আলোচনার মাধ্যমে সাময়িক শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হয়।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ সতর্ক করে বলেন, যদি আলোচনা ব্যর্থ হয়, তবে আফগান তালেবানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, আলোচনার ফল আজ অথবা আগামীকাল জানা যাবে।

সূত্র: এপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।