০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • 3

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুস্তাফিজুর রহমানকে এ অ্যাসোসিয়েশনের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২৪ জুলাই এ সংক্রান্ত অফিস আদেশ দেওয়া হয়।

ওই আদেশে বলা হয়, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি সংগঠনটিতে কেন প্রশাসক নিয়োগ করা হবে না-সে মর্মে কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি।

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও নির্বাহী সচিব এর পরস্পর বিরোধী বৈরী লিখিত বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে, সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশে সার উৎপাদনকারী, আমদানিকারক ও ডিলাররা আতঙ্কের মধ্যে আছেন বলেও ওই আদেশে বলা হয়।

যে কারণে অ্যাসোসিয়েশনের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করার জন্য বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করে সরকারের অনুমোদনক্রমে প্রশাসক নিয়োগ করা হলো। এ প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

এনএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

দগ্ধদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ

আপডেট সময়ঃ ১২:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুস্তাফিজুর রহমানকে এ অ্যাসোসিয়েশনের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২৪ জুলাই এ সংক্রান্ত অফিস আদেশ দেওয়া হয়।

ওই আদেশে বলা হয়, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি সংগঠনটিতে কেন প্রশাসক নিয়োগ করা হবে না-সে মর্মে কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি।

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও নির্বাহী সচিব এর পরস্পর বিরোধী বৈরী লিখিত বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে, সংগঠনটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশে সার উৎপাদনকারী, আমদানিকারক ও ডিলাররা আতঙ্কের মধ্যে আছেন বলেও ওই আদেশে বলা হয়।

যে কারণে অ্যাসোসিয়েশনের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করার জন্য বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করে সরকারের অনুমোদনক্রমে প্রশাসক নিয়োগ করা হলো। এ প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

এনএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।