০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে পুলিশের অভিযানে ৭৫ মোটরসাইকেল-সিএনজি জব্দ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • 2

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেনীতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে বিপুল সংখ্যক অনিবন্ধিত ও রেজিস্ট্রেশনবিহীন ৭৫টি মোটরসাইকেল ও বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম এসব তথ্য নিশ্চিত করেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হয়। এ সময় রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অন্তত ৭৫টি মোটরসাইকেল ও বেশ কিছু সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। এর মধ্যে ৪৮টি পরিবহনের বিরুদ্ধে মামলা করা করা হয়েছে। বাকি যানবাহনগুলোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ফেনী সদরের ৪টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। পুরো জেলায় ৭৫টি যানবাহন জব্দ করে থানায় আনা হয়েছে। এর মধ্যে ৪৮টির বিরুদ্ধে মামলা হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, অভিযানে যেসব চালক কাগজপত্র দেখাতে পারেননি, তারা পরবর্তীতে বৈধ কাগজপত্র উপস্থাপন করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ফেনীতে পুলিশের অভিযানে ৭৫ মোটরসাইকেল-সিএনজি জব্দ

আপডেট সময়ঃ ১২:০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেনীতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে বিপুল সংখ্যক অনিবন্ধিত ও রেজিস্ট্রেশনবিহীন ৭৫টি মোটরসাইকেল ও বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম এসব তথ্য নিশ্চিত করেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হয়। এ সময় রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অন্তত ৭৫টি মোটরসাইকেল ও বেশ কিছু সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। এর মধ্যে ৪৮টি পরিবহনের বিরুদ্ধে মামলা করা করা হয়েছে। বাকি যানবাহনগুলোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ফেনী সদরের ৪টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। পুরো জেলায় ৭৫টি যানবাহন জব্দ করে থানায় আনা হয়েছে। এর মধ্যে ৪৮টির বিরুদ্ধে মামলা হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, অভিযানে যেসব চালক কাগজপত্র দেখাতে পারেননি, তারা পরবর্তীতে বৈধ কাগজপত্র উপস্থাপন করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।