জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, বনি আমিনের পোস্ট দেখে জানতে পারলাম দুই-দুইটা বিয়ে করে ফেলেছি আমি।
সোমবার (২৮ জুলাই) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে হান্নান মাসউদ লেখেন, উনি যদি বউ আর শ্বশুর বাড়ির ঠিকানাসহ দিতেন তাহলে বন্ধুদের নিয়ে বেড়াতে যেতাম শ্বশুরবাড়িতে। এমনিতেই বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের বহু শখ বিয়ের দাওয়াত খাবে।
তিনি লেখেন, প্লিজ বনি আমিন ভাই, ওদের শখ পূরণে অন্তত সহযোগিতা করুন। সামাজিক যোগাযোগমাধ্যমে তথাকথিত এসব ফেতনাবাজদের থেকে বাঁচার উপায় কি! আর কত্ত!
এনএস/জেডএইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
এডমিন 












