বরিশাল জেলা সমিতি ইতালির নবগঠিত কমিটির সভাপতি স্বপন হাওলাদার ও সাধারণ সম্পাদক ইলিয়াস মল্লিক নির্বাচিত হয়েছেন। এরই ধারাবাহিকতায় এক প্রাণবন্ত আনন্দ মেলার আয়োজন করা হয়।
সম্প্রতি রোমের মনোরম ইউর পার্কে এই আয়োজনে মিলিত হন প্রবাসী বরিশালের প্রবীণ ও নবীন নেতাসহ অসংখ্য নারী-পুরুষ ও শিশু। রঙিন পোশাক, হাসি-আনন্দ আর প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।
বাহারি খাবারের সমৃদ্ধ আয়োজন প্রবাসীদের আনন্দে নতুন মাত্রা যোগ করে। দুপুরের ভূরিভোজ শেষে শুরু হয় শুভেচ্ছা বক্তব্য ও আলোচনার পর্ব।

বক্তারা বরিশাল জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত প্রকাশ করেন। এ সময় বরিশালের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মজিবর শিকদার মো. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আনিসুজ্জামান, নাসিম আহমেদ, আমিনুল ইসলাম বাতেন, সুমন হক ভূঁইয়া, মামুন খান, সরোয়ার সরদার, মোহাম্মদ জসিম, সাইদুর হাওলাদার। আলমগীর জমাদার, মনিরুজ্জামান, আজম শিকদার, কবির ঘরামি।
কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, শরীয়তপুর জেলা সমিতির সভাপতি আব্দুর রব ফকির, ঢাকা জেলা সমিতির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ ইশহাক, ৮নং কমুনের উপদেষ্টা মো. কবির হোসেনসহ আরও অনেকে।

সবশেষে আয়োজনটি রূপ নেয় প্রবাসী বরিশালবাসীর এক অনন্য মিলনমেলায়, যেখানে ছিল বন্ধুত্ব, ভ্রাতৃত্ব আর প্রবাস জীবনের অকৃত্রিম ভালোবাসা।
এমআরএম/জেআইএম
প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা – jagofeature@gmail.com
এডমিন 
















