বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ৪৯টি কম্পিউটার ও ৪৯টি প্রিন্টার উপহার দিয়েছে ঢাকাস্থ চীনের দূতাবাস।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই উপহার তুলে দেন।
আইজিপি বাহারুল আলম চীনের এ সহযোগিতার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশ পুলিশ ও চীনের মধ্যে সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সহযোগিতা কামনা করেন। আইজিপি এ বিষয়ে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।
অনুষ্ঠানে চীন দূতাবাস এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিটি/এএমএ
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
এডমিন 









