০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বেড়েছে গোয়েন্দা নজরদারি, ‘আবাসিক হোটেল-মেস-বস্তিতে’ চিরুনি অভিযান

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 1

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢাকায় ‘গোপন বৈঠক’ এবং এর সঙ্গে সেনা কর্মকর্তার জড়িত থাকার অভিযোগের খবর দেশজুড়ে নানা আলোচনার জন্ম দিয়েছে। ‘গোপন বৈঠক’ ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্য সহযোগী সংগঠনগুলোর ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ওই বৈঠক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা মেজর পদমর্যাদার একজন কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী।

২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে আওয়ামী লীগ, আশঙ্কা পুলিশের বিশেষ শাখার (এসবি)।

আগামী ৫ আগস্ট এবং ৮ আগস্ট ঘিরে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, আবাসিক হোটেল, মেস এবং নেতাকর্মীদের ফ্ল্যাটে অভিযান চলছে। এছাড়া নাশকতা চলতে পারে এমন বস্তি এলাকায়ও নজরদারি এবং চিরুনি অভিযান চলছে। পুরো আগস্ট মাসজুড়ে চলমান থাকবে এ অভিযান।

এদিকে রোববার (৩ আগস্ট) শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃতীয় কোনো পক্ষ যেন নাশকতা করতে না পারে সেজন্যও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

jagonews24

গোয়েন্দা সূত্রে জানা গেছে, আগামী এক সপ্তাহ আবাসিক হোটেলে চিরুরি অভিযান চলবে। ঢাকার বাইরে থেকে কেউ হোটেলে অবস্থান করলে পরিচয়পত্র দেখে সুনির্দিষ্ট কারণ না জানাতে পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে বিদেশে লোক পাঠানোর নাম করে বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন হল ভাড়া নেয় এক ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ভাটারা থানায় পুলিশের দায়ের করা ওই মামলায় উঠে আসে সেনাবাহিনীর একজন মেজরের জড়িত থাকার বিষয়টি।

আরও পড়ুন

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। অভিযুক্ত মেজর পদের ওই সেনা কর্মকর্তাকে গত ১৭ জুলাই তার বাসা থেকে হেফাজতে নেওয়ার কথাও জানিয়েছে সেনাবাহিনী। এছাড়া ওই কর্মকর্তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে জানতে আরও একটি তদন্ত আদালত গঠন করার কথাও জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর বলছে, তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জাগো নিউজকে বলেন, গত ৮ জুলাই বসুন্ধরা এলাকায় কে বি কনভেনশন হলে একটি বৈঠক নিয়ে আমাদের কাছে তথ্য ছিল। কনভেনশন হলটি ভাড়া নেন একজন। সে সময় তিনি বিদেশে লোক পাঠানোর নাম করে একটা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছিলেন। সেখানে ষড়যন্ত্রমূলকভাবে লোকজনকে নিয়ে যাওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ভাটারা থানায় একটি মামলা করা হয়।

আবাসিক হোটেল, মেস এবং নেতাকর্মীদের ফ্ল্যাটে অভিযান চলছে। এছাড়া নাশকতা চলতে পারে এমন বস্তি এলাকায়ও নজরদারি এবং চিরুনি অভিযান চলছে। পুরো আগস্ট মাসজুড়ে চলমান থাকবে এ অভিযান।- ডিএমপি

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি। এ ঘটনার অন্য কোনো দিক আছে কি না, এর প্রকৃত রহস্য কী এবং কারা কারা এর পেছনে দায়ী, সেগুলো শিগগির উন্মোচন করা হবে।

jagonews24

ভাটারা থানায় পুলিশের করা মামলায় বলা হয়, গত ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ গোপন বৈঠকের আয়োজন করে। দিনভর বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে অংশ নেন ৩০০ থেকে ৪০০ জন। সেখানে তারা সরকারবিরোধী স্লোগান দেন।

মামলার এজাহারে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেলে সারাদেশ থেকে ঢাকায় লোক জড়ো করা, শাহবাগ মোড় দখল করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত করার মতো পরিকল্পনা করা হয় সেখানে।

ওই বৈঠক এবং ৮ আগস্ট ঘিরে সামাজিকমাধ্যমে নানা হুমকির আলোচনা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিসি তালেবুর রহমান বলেন, আমরা গত একটা বছরে বিভিন্ন সময় দেখেছি, নানা সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য অনেকেই পরিকল্পিতভাবে কার্যক্রম করেছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা সজাগ রয়েছি।

ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য কিছু লোক বিভিন্ন অপচেষ্টা অব্যাহত রেখেছে দাবি করে এই পুলিশ কর্মকর্তা বলেন, গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য আছে, সেগুলো যাচাই-বাছাই করে কারও বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, কোনো রকম আইনশৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টায় জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা গ্রেফতার করছি। একটা বিষয় স্পষ্ট, কাউকে ঢালাওভাবে বা কাউকে হয়রানিমূলক গ্রেফতারের কোনো অবকাশ নেই।

আমরা কোনো তথ্য উড়িয়ে দিচ্ছি না। গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। আগাম তথ্য সংগ্রহে আমরা সক্রিয়ভাবে কাজ করছি।- ডিবি

গত ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানা এলাকায় ৪৮৯টি টহল টিম এবং গুরুত্বপূর্ণ স্থানে ৬৬টি চেকপোস্ট পরিচালিত হওয়ার তথ্য দেন তালেবুর রহমান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২০টি মোবাইল, ৬টি মোটরসাইকেল, একটি প্রাইভেট কারসহ বিভিন্ন প্রকার মাদক জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

জানতে চাইলে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জাগো নিউজকে জানান, রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠান এবং একই দিন শাহবাগ মোড়ে সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। অন্যদিকে ছাত্রশিবিরের আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে বড় একটি অনুষ্ঠান চলমান। এর বাইরে মানুষের মধ্যে ভয় থাকতে পারে যে কি হবে না হবে।

jagonews24

তিনি বলেন, আগস্ট মাস ঘিরে পুলিশের প্রতিটি টিম, প্রতিটি থানা কাজ করছে। আবাসিক হোটেল, মেস এবং নেতাকর্মীদের ফ্ল্যাটে অভিযান চলছে। এছাড়া নাশকতা চলতে পারে এমন বস্তি এলাকায়ও নজরদারি চলছে এবং চিরুনি অভিযান চলছে। পুরো আগস্টে অভিযান চলমান থাকবে।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমরা কোনো তথ্য উড়িয়ে দিচ্ছি না। গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। আগাম তথ্য সংগ্রহে আমরা সক্রিয়ভাবে কাজ করছি।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী জানান, আগস্ট ঘিরে যেকোনো নাশকতা ঠেকাতে র‍্যাব তৎপর রয়েছে। ঢাকায় অতিরিক্ত চেকপোস্ট ও পেট্রলিং বাড়ানো হয়েছে।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

বেড়েছে গোয়েন্দা নজরদারি, ‘আবাসিক হোটেল-মেস-বস্তিতে’ চিরুনি অভিযান

আপডেট সময়ঃ ০৬:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢাকায় ‘গোপন বৈঠক’ এবং এর সঙ্গে সেনা কর্মকর্তার জড়িত থাকার অভিযোগের খবর দেশজুড়ে নানা আলোচনার জন্ম দিয়েছে। ‘গোপন বৈঠক’ ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্য সহযোগী সংগঠনগুলোর ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ওই বৈঠক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা মেজর পদমর্যাদার একজন কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী।

২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে আওয়ামী লীগ, আশঙ্কা পুলিশের বিশেষ শাখার (এসবি)।

আগামী ৫ আগস্ট এবং ৮ আগস্ট ঘিরে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, আবাসিক হোটেল, মেস এবং নেতাকর্মীদের ফ্ল্যাটে অভিযান চলছে। এছাড়া নাশকতা চলতে পারে এমন বস্তি এলাকায়ও নজরদারি এবং চিরুনি অভিযান চলছে। পুরো আগস্ট মাসজুড়ে চলমান থাকবে এ অভিযান।

এদিকে রোববার (৩ আগস্ট) শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃতীয় কোনো পক্ষ যেন নাশকতা করতে না পারে সেজন্যও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

jagonews24

গোয়েন্দা সূত্রে জানা গেছে, আগামী এক সপ্তাহ আবাসিক হোটেলে চিরুরি অভিযান চলবে। ঢাকার বাইরে থেকে কেউ হোটেলে অবস্থান করলে পরিচয়পত্র দেখে সুনির্দিষ্ট কারণ না জানাতে পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে বিদেশে লোক পাঠানোর নাম করে বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন হল ভাড়া নেয় এক ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ভাটারা থানায় পুলিশের দায়ের করা ওই মামলায় উঠে আসে সেনাবাহিনীর একজন মেজরের জড়িত থাকার বিষয়টি।

আরও পড়ুন

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। অভিযুক্ত মেজর পদের ওই সেনা কর্মকর্তাকে গত ১৭ জুলাই তার বাসা থেকে হেফাজতে নেওয়ার কথাও জানিয়েছে সেনাবাহিনী। এছাড়া ওই কর্মকর্তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে জানতে আরও একটি তদন্ত আদালত গঠন করার কথাও জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর বলছে, তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জাগো নিউজকে বলেন, গত ৮ জুলাই বসুন্ধরা এলাকায় কে বি কনভেনশন হলে একটি বৈঠক নিয়ে আমাদের কাছে তথ্য ছিল। কনভেনশন হলটি ভাড়া নেন একজন। সে সময় তিনি বিদেশে লোক পাঠানোর নাম করে একটা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছিলেন। সেখানে ষড়যন্ত্রমূলকভাবে লোকজনকে নিয়ে যাওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ভাটারা থানায় একটি মামলা করা হয়।

আবাসিক হোটেল, মেস এবং নেতাকর্মীদের ফ্ল্যাটে অভিযান চলছে। এছাড়া নাশকতা চলতে পারে এমন বস্তি এলাকায়ও নজরদারি এবং চিরুনি অভিযান চলছে। পুরো আগস্ট মাসজুড়ে চলমান থাকবে এ অভিযান।- ডিএমপি

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি। এ ঘটনার অন্য কোনো দিক আছে কি না, এর প্রকৃত রহস্য কী এবং কারা কারা এর পেছনে দায়ী, সেগুলো শিগগির উন্মোচন করা হবে।

jagonews24

ভাটারা থানায় পুলিশের করা মামলায় বলা হয়, গত ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ গোপন বৈঠকের আয়োজন করে। দিনভর বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে অংশ নেন ৩০০ থেকে ৪০০ জন। সেখানে তারা সরকারবিরোধী স্লোগান দেন।

মামলার এজাহারে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেলে সারাদেশ থেকে ঢাকায় লোক জড়ো করা, শাহবাগ মোড় দখল করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত করার মতো পরিকল্পনা করা হয় সেখানে।

ওই বৈঠক এবং ৮ আগস্ট ঘিরে সামাজিকমাধ্যমে নানা হুমকির আলোচনা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিসি তালেবুর রহমান বলেন, আমরা গত একটা বছরে বিভিন্ন সময় দেখেছি, নানা সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য অনেকেই পরিকল্পিতভাবে কার্যক্রম করেছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা সজাগ রয়েছি।

ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য কিছু লোক বিভিন্ন অপচেষ্টা অব্যাহত রেখেছে দাবি করে এই পুলিশ কর্মকর্তা বলেন, গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের কাছে যে গোয়েন্দা তথ্য আছে, সেগুলো যাচাই-বাছাই করে কারও বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, কোনো রকম আইনশৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টায় জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা গ্রেফতার করছি। একটা বিষয় স্পষ্ট, কাউকে ঢালাওভাবে বা কাউকে হয়রানিমূলক গ্রেফতারের কোনো অবকাশ নেই।

আমরা কোনো তথ্য উড়িয়ে দিচ্ছি না। গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। আগাম তথ্য সংগ্রহে আমরা সক্রিয়ভাবে কাজ করছি।- ডিবি

গত ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানা এলাকায় ৪৮৯টি টহল টিম এবং গুরুত্বপূর্ণ স্থানে ৬৬টি চেকপোস্ট পরিচালিত হওয়ার তথ্য দেন তালেবুর রহমান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২০টি মোবাইল, ৬টি মোটরসাইকেল, একটি প্রাইভেট কারসহ বিভিন্ন প্রকার মাদক জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

জানতে চাইলে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জাগো নিউজকে জানান, রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠান এবং একই দিন শাহবাগ মোড়ে সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। অন্যদিকে ছাত্রশিবিরের আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে বড় একটি অনুষ্ঠান চলমান। এর বাইরে মানুষের মধ্যে ভয় থাকতে পারে যে কি হবে না হবে।

jagonews24

তিনি বলেন, আগস্ট মাস ঘিরে পুলিশের প্রতিটি টিম, প্রতিটি থানা কাজ করছে। আবাসিক হোটেল, মেস এবং নেতাকর্মীদের ফ্ল্যাটে অভিযান চলছে। এছাড়া নাশকতা চলতে পারে এমন বস্তি এলাকায়ও নজরদারি চলছে এবং চিরুনি অভিযান চলছে। পুরো আগস্টে অভিযান চলমান থাকবে।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমরা কোনো তথ্য উড়িয়ে দিচ্ছি না। গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। আগাম তথ্য সংগ্রহে আমরা সক্রিয়ভাবে কাজ করছি।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী জানান, আগস্ট ঘিরে যেকোনো নাশকতা ঠেকাতে র‍্যাব তৎপর রয়েছে। ঢাকায় অতিরিক্ত চেকপোস্ট ও পেট্রলিং বাড়ানো হয়েছে।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।