বিতর্কের মুখে শেখ হাসিনার স্টেট ডিফেন্স থেকে বাদ পড়া আমিনুল গনি টিটু এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পক্ষে আইনি লড়াই করবেন বলে জানা গেছে।
রংপুরে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন শরিফুল ইসলাম। তার পক্ষে আমিনুল গনি টিটু আইনি লড়াই করবেন বলে জানা গেছে।
এ সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য সোমবার (২৮ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত আছেন তিনি।
এর আগে বিতর্কের মুখে গত ২৫ জুন তাকে সরিয়ে শেখ হাসিনার স্টেট ডিফেন্স হিসেবে নতুন একজনকে নিয়োগ দিয়েছিলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যালের বিচারিক প্যানেল।
আরও পড়ুন:
আজ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন সূত্র জানিয়েছে তারা আজ শুনানিতে সব আসামির বিচার শুরুর আবেদন জানাবেন।
এর আগে গত ২২ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি ও রংপুরের সাবেক পুলিশ কমিশনারসহ ২৪ জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সবশেষ সোমবার আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে পার্ক মোড়ে পুলিশে গুলিতে শহীদ হন বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ। গত ৩০ জুন আলোচিত এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওইদিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এফএইচ/এসএনআর/জেআইএম
এডমিন 








