১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • 72

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দফা দাবি আদায়ে সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের ডাকা অবরোধ প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাতে সিএনজি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এইচএসসি ও অনার্স পরীক্ষা চলমান। পরীক্ষার্থীদের সমস্যা বিবেচনায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তবে কর্মবিরতি চলবে।

এর আগে, সোমবার সন্ধ্যায় ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত টাকা আদায়, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স ইস্যুতে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডাকে সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকরা।

এরমধ্যে রোববার সকাল থেকে জেলা জুড়ে কর্মবিরতি শুরু করেন তারা। গত দুদিন স্ট্যান্ডগুলো থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়নি কোন অটোরিকশা। সোমবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এতে উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। পরে সেখানে পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।

আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

রাশিয়ার ভয়ে সামরিক ব্যয় বাড়ানোর আহ্বান সুইজারল্যান্ড সেনাপ্রধানের

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

আপডেট সময়ঃ ১২:০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দফা দাবি আদায়ে সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের ডাকা অবরোধ প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাতে সিএনজি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এইচএসসি ও অনার্স পরীক্ষা চলমান। পরীক্ষার্থীদের সমস্যা বিবেচনায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তবে কর্মবিরতি চলবে।

এর আগে, সোমবার সন্ধ্যায় ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত টাকা আদায়, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স ইস্যুতে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডাকে সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকরা।

এরমধ্যে রোববার সকাল থেকে জেলা জুড়ে কর্মবিরতি শুরু করেন তারা। গত দুদিন স্ট্যান্ডগুলো থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়নি কোন অটোরিকশা। সোমবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এতে উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। পরে সেখানে পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।

আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।