অবশেষে প্রত্যাহার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার মালিক শ্রমিকদের ডাকা কর্মবিরতি। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া অটোরিকশা মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান।
তিনি জানান, রাত সাড়ে ১০টা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় আমাদের মালিক-শ্রমিকদের ১১ জন নেতা উপস্থিত ছিলেন। এতে প্রশাসনের পক্ষে সদর সার্কেলের এএসপি ও সদর মডেল থানার ওসি উপস্থিত ছিলেন।
তারা সভায় আমাদের সব দাবি মেনে নিয়েছেন। তারা জানিয়েছেন পর্যায়ক্রমে আটক সব সিএনজি ছেড়ে দেওয়া হবে। অন্যান্য দাবিগুলোও বাস্তবায়ন করা হবে। তাই এখন থেকে আবারও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হবে। এই তিনদিনে কর্মবিরতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য আমরা দুঃখপ্রকাশ করছি।
এর আগে, রোববার সকাল থেকে ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত টাকা আদায়, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স ইস্যুতে দুর্নীতির অভিযোগে কর্মবিরতি পালন করে সিএনজিচালিত অটোরিকশার মালিক শ্রমিকরা। গত দুইদিন স্ট্যান্ডগুলো থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়নি কোনো অটোরিকশা।
সোমবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে রাতে অবরোধ ডেকে তিন ঘণ্টা পর প্রত্যাহার করেন। তবে কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন তারা। অবশেষে তিনদিন পর কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/এমআরএম