০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ভেলাবাইচ, দর্শকদের উচ্ছ্বাস

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 10

মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের ধুরাইলের আড়িয়াল খাঁ নদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ভেলাবাইচ প্রতিযোগিতা। শনিবার (৪ অক্টোবর) বিকেলে ব্যতিক্রম এই আয়োজনে নদের দুই পারে ভীড় করে হাজারও দর্শনার্থী।

ধুরাইল গ্রামবাসীর আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দলগুলো কলা গাছের তৈরি ভেলা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। ২০টি ভেলা নিয়ে ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ইয়াসিন সরদার প্রথম, জাফর বেপারী দ্বিতীয় ও রাশেদ শেখ তৃতীয় স্থান অর্জন করেন।

jagonews24.com

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ ভেলাবাইচ। আশপাশের গ্রাম থেকে দলে দলে মানুষ ভেলাবাইচ দেখতে আসেন। দর্শনার্থীদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আরও পড়ুন
কুমারখালীতে দেড়লাখ ঘনমিটার বালু লুট, থানায় অভিযোগ 
কাঁচামরিচের কেজি ৪৫০ 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ।

স্থানীয় হাবিবুর রহমান বলেন, প্রতিবছর বর্ষা শেষে নৌকাবাইচের আয়োজন করা হয়। তবে এবারের এই আয়োজন ছিল ব্যতিক্রম। এখানে ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এটি এখন ধুরাইলসহ আশপাশের এলাকাবাসীর এক আনন্দ উৎসবে পরিণত হয়েছে।

অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু বিনোদন নয়, ঐক্য ও সম্প্রীতির প্রতীকও বটে।

আয়শা সিদ্দিকা আকাশী/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।

ট্যাগঃ

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ভেলাবাইচ, দর্শকদের উচ্ছ্বাস

আপডেট সময়ঃ ০৬:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের ধুরাইলের আড়িয়াল খাঁ নদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ভেলাবাইচ প্রতিযোগিতা। শনিবার (৪ অক্টোবর) বিকেলে ব্যতিক্রম এই আয়োজনে নদের দুই পারে ভীড় করে হাজারও দর্শনার্থী।

ধুরাইল গ্রামবাসীর আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দলগুলো কলা গাছের তৈরি ভেলা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। ২০টি ভেলা নিয়ে ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ইয়াসিন সরদার প্রথম, জাফর বেপারী দ্বিতীয় ও রাশেদ শেখ তৃতীয় স্থান অর্জন করেন।

jagonews24.com

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ ভেলাবাইচ। আশপাশের গ্রাম থেকে দলে দলে মানুষ ভেলাবাইচ দেখতে আসেন। দর্শনার্থীদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আরও পড়ুন
কুমারখালীতে দেড়লাখ ঘনমিটার বালু লুট, থানায় অভিযোগ 
কাঁচামরিচের কেজি ৪৫০ 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ।

স্থানীয় হাবিবুর রহমান বলেন, প্রতিবছর বর্ষা শেষে নৌকাবাইচের আয়োজন করা হয়। তবে এবারের এই আয়োজন ছিল ব্যতিক্রম। এখানে ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এটি এখন ধুরাইলসহ আশপাশের এলাকাবাসীর এক আনন্দ উৎসবে পরিণত হয়েছে।

অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু বিনোদন নয়, ঐক্য ও সম্প্রীতির প্রতীকও বটে।

আয়শা সিদ্দিকা আকাশী/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।