মানিকগঞ্জ জেলা হাসপাতালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্যকে দায়িত্ব থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিভাগীয় তদন্ত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, মানিকগঞ্জ জেলা হাসপাতালে কর্তব্যরত দুজন অঙ্গীভূত আনসার সদস্যের বিরুদ্ধে আনা শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে এটি স্পষ্ট- অভিযুক্তদের এই অনৈতিক ও নিন্দনীয় কর্মকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত অপরাধ এবং এর দায়ভার কোনোভাবেই বাহিনীর প্রাতিষ্ঠানিক আদর্শ বা শৃঙ্খলার ওপর বর্তায় না।
আরও পড়ুন
হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, আটক ২
তিনি জানান, অভিযোগ পাওয়ামাত্রই সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্ব থেকে স্থায়ী বহিষ্কারসহ বিভাগীয় তদন্ত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার ন্যায়বিচার নিশ্চিতে বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা করছে।
আশিকউজ্জামান বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগণের আস্থা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অনৈতিক ও মানবাধিকার পরিপন্থি যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে বাহিনী সর্বদা আপসহীন।
টিটি/একিউএফ/এমএস
এডমিন 

















