০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ, কারাগারে ৭

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • 1

রাজধানী কুয়ালালামপুরের সেন্টুলে এক বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণের মামলায় সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারের পর বুধবার (৩০ জুলাই) আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।

দেশটির হারিয়ান মেট্রোর প্রতিবেদনে বলা হয়, গত (২৬ জুন) রাতে সেন্টুলের একটি মসজিদের সামনে থেকে ওই বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সোহেল রানা ও শাহজাহান বাংলাদেশি নাগরিক।

বাকি পাঁচজন মিয়ানমারের নাগরিক। তারা হলেন- আব্দুল মাজিদ আব্দুল মালিক, সোফোরুদ্দিন ফজুল করিম, মোখতার হুসেন জাহের হুসেন, মোহাম্মদ ইসমাইল আজিতা রহমান ও মোহাম্মদ আরাফাত হুসেন জামাল মোস্তফা।

বুধবার (৩০ জুলাই) এই সাত আসামিকে কুয়ালালামপুর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণের অভিযোগ আনা হয়েছে।

ম্যাজিস্ট্রেট নূর এলিনা হানিম আব্দুল হালিমের সামনে অভিযোগপত্র পড়ে শোনানো হয়।

উপ-সরকারি কৌঁসুলি ইমান নুরহিদেয়া ইজানি জানান, অপরাধটি জামিন অযোগ্য হওয়ায় কোনো জামিনের প্রস্তাব দেওয়া হয়নি। পরবর্তী শুনানির জন্য আদালত ২ অক্টোবর দিন নির্ধারণ করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে, তাদের প্রত্যেকের সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড এবং বেত্রাঘাতের শাস্তি হতে পারে।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা – [email protected]

ট্যাগঃ

মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ, কারাগারে ৭

আপডেট সময়ঃ ০৬:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

রাজধানী কুয়ালালামপুরের সেন্টুলে এক বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণের মামলায় সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারের পর বুধবার (৩০ জুলাই) আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠান।

দেশটির হারিয়ান মেট্রোর প্রতিবেদনে বলা হয়, গত (২৬ জুন) রাতে সেন্টুলের একটি মসজিদের সামনে থেকে ওই বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সোহেল রানা ও শাহজাহান বাংলাদেশি নাগরিক।

বাকি পাঁচজন মিয়ানমারের নাগরিক। তারা হলেন- আব্দুল মাজিদ আব্দুল মালিক, সোফোরুদ্দিন ফজুল করিম, মোখতার হুসেন জাহের হুসেন, মোহাম্মদ ইসমাইল আজিতা রহমান ও মোহাম্মদ আরাফাত হুসেন জামাল মোস্তফা।

বুধবার (৩০ জুলাই) এই সাত আসামিকে কুয়ালালামপুর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণের অভিযোগ আনা হয়েছে।

ম্যাজিস্ট্রেট নূর এলিনা হানিম আব্দুল হালিমের সামনে অভিযোগপত্র পড়ে শোনানো হয়।

উপ-সরকারি কৌঁসুলি ইমান নুরহিদেয়া ইজানি জানান, অপরাধটি জামিন অযোগ্য হওয়ায় কোনো জামিনের প্রস্তাব দেওয়া হয়নি। পরবর্তী শুনানির জন্য আদালত ২ অক্টোবর দিন নির্ধারণ করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে, তাদের প্রত্যেকের সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড এবং বেত্রাঘাতের শাস্তি হতে পারে।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা – [email protected]