০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মেসির পর এবার নিষিদ্ধ তার দেহরক্ষী

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 2

দিন কয়েক আগেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি। এমএলএস অলস্টারের স্কোয়াডে থাকার পরও অনুমতি না নিয়ে খেলায় খেলায় অংশ না নেওয়ায় নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞা পান মেসি ও জর্ডি আলবা।

এবার নিষেধাজ্ঞার কবলে পড়লেন মেসির দেহরক্ষী ইয়াসিন চেউকো। লিগস কাপের ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, ইন্টার মিয়ামির ক্লাব ডেলিগেশনের একজন সদস্যকে টুর্নামেন্টের বাকি সময়ের জন্য সব টেকনিক্যাল এরিয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার রাতে ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অ্যাটলাসের বিপক্ষে ইন্টার মিয়ামির ম্যাচে এক ঘটনার জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও তারা নাম প্রকাশ করেনি। তবে ইএসপিএন-এর একটি সূত্র নিশ্চিত করেছে, নিষিদ্ধ হওয়া ব্যক্তি হলেন মেসির দেহরক্ষী ইয়াসিন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিপ্লিনারি কমিটি জানায়, ‘৩০ জুলাই ইন্টার মিয়ামি বনাম ক্লাব অ্যাটলাসের ম্যাচের পর মিয়ামির একজন প্রতিনিধি অনুমোদিত ইভেন্ট ক্রেডেনশিয়াল ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে অনুচিত আচরণ প্রদর্শন করেছেন।’

লিগস কাপ ২০২৫ টুর্নামেন্টের বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিকে টুর্নামেন্টের বাকি অংশের জন্য সব টেকনিক্যাল এরিয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং ইন্টার মিয়ামিকে ক্লাবকে একটি অপ্রকাশিত অঙ্কের জরিমানা করা হয়েছে।

জানা যায়, ম্যাচ শেষ হওয়ার পর মাঠে ঢুকে দুই দলের খেলোয়াড়দের মধ্যকার আলোচনায় হস্তক্ষেপ করেন মেসির দেহরক্ষী চেউকো, এবং সে সময় তিনি অ্যাটলাস দলের কিছু সদস্যের সঙ্গে ধাক্কাধাক্কিও করেছেন।

এ বিষয়ে অ্যাটলাসের ডিফেন্ডার মাথেউস ডোরিয়া শুক্রবারের এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা জানি আমাদের ক্লাব কর্তৃপক্ষ ভালোভাবেই বিষয়টি দেখবে। আমি বুঝি মেসির দেহরক্ষীকে রাখা হয়েছে যদি কোনো ভক্ত মাঠে ঢুকে পড়ে তাকে সুরক্ষা দিতে, কিন্তু খেলোয়াড়দের মধ্যকার বিষয়ে তার মাঠে ঢোকার অনুমতি নেই।’

এবারই প্রথম নয়। এর আগেও মেজর লিগ সকার (MLS) ম্যাচ চলাকালীন সাইডলাইনে থাকার ব্যাপারে চেউকোকে নিষিদ্ধ করেছিল ইন্টার মিয়ামি।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে নূর নবীর পদত্যাগ

মেসির পর এবার নিষিদ্ধ তার দেহরক্ষী

আপডেট সময়ঃ ০৬:০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

দিন কয়েক আগেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি। এমএলএস অলস্টারের স্কোয়াডে থাকার পরও অনুমতি না নিয়ে খেলায় খেলায় অংশ না নেওয়ায় নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞা পান মেসি ও জর্ডি আলবা।

এবার নিষেধাজ্ঞার কবলে পড়লেন মেসির দেহরক্ষী ইয়াসিন চেউকো। লিগস কাপের ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, ইন্টার মিয়ামির ক্লাব ডেলিগেশনের একজন সদস্যকে টুর্নামেন্টের বাকি সময়ের জন্য সব টেকনিক্যাল এরিয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার রাতে ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অ্যাটলাসের বিপক্ষে ইন্টার মিয়ামির ম্যাচে এক ঘটনার জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও তারা নাম প্রকাশ করেনি। তবে ইএসপিএন-এর একটি সূত্র নিশ্চিত করেছে, নিষিদ্ধ হওয়া ব্যক্তি হলেন মেসির দেহরক্ষী ইয়াসিন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিপ্লিনারি কমিটি জানায়, ‘৩০ জুলাই ইন্টার মিয়ামি বনাম ক্লাব অ্যাটলাসের ম্যাচের পর মিয়ামির একজন প্রতিনিধি অনুমোদিত ইভেন্ট ক্রেডেনশিয়াল ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে অনুচিত আচরণ প্রদর্শন করেছেন।’

লিগস কাপ ২০২৫ টুর্নামেন্টের বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিকে টুর্নামেন্টের বাকি অংশের জন্য সব টেকনিক্যাল এরিয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং ইন্টার মিয়ামিকে ক্লাবকে একটি অপ্রকাশিত অঙ্কের জরিমানা করা হয়েছে।

জানা যায়, ম্যাচ শেষ হওয়ার পর মাঠে ঢুকে দুই দলের খেলোয়াড়দের মধ্যকার আলোচনায় হস্তক্ষেপ করেন মেসির দেহরক্ষী চেউকো, এবং সে সময় তিনি অ্যাটলাস দলের কিছু সদস্যের সঙ্গে ধাক্কাধাক্কিও করেছেন।

এ বিষয়ে অ্যাটলাসের ডিফেন্ডার মাথেউস ডোরিয়া শুক্রবারের এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা জানি আমাদের ক্লাব কর্তৃপক্ষ ভালোভাবেই বিষয়টি দেখবে। আমি বুঝি মেসির দেহরক্ষীকে রাখা হয়েছে যদি কোনো ভক্ত মাঠে ঢুকে পড়ে তাকে সুরক্ষা দিতে, কিন্তু খেলোয়াড়দের মধ্যকার বিষয়ে তার মাঠে ঢোকার অনুমতি নেই।’

এবারই প্রথম নয়। এর আগেও মেজর লিগ সকার (MLS) ম্যাচ চলাকালীন সাইডলাইনে থাকার ব্যাপারে চেউকোকে নিষিদ্ধ করেছিল ইন্টার মিয়ামি।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।