১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যমুনায় এনসিপির ৪ নেতা

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 7

আসন্ন জাতীয় নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নের পথ ও দেশের সমসাময়িক নানা বিষয়ে বৈঠক করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল।

চার সদস্যের এ প্রতিনিধিদলটি বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে যমুনায় পৌঁছান।

প্রতিনিধিদলে রয়েছেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

এনসিপির সঙ্গে বৈঠকের পর একই দিন সন্ধ্যা ৬টার পর জামায়াতের ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে ড. ইউনূসের যমুনায় বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে তারা নির্বাচনের আগে সরকারকে ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়কের’ ভূমিকা নেওয়ার আহ্বান জানান। এছাড়া অন্তর্বর্তী সরকারের ভেতর দলীয় লোক থাকলে নির্বাচনের আগে তাদের অপসারণের দাবি জানায় বিএনপি।

এনএস/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

যমুনায় এনসিপির ৪ নেতা

আপডেট সময়ঃ ১২:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নের পথ ও দেশের সমসাময়িক নানা বিষয়ে বৈঠক করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল।

চার সদস্যের এ প্রতিনিধিদলটি বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে যমুনায় পৌঁছান।

প্রতিনিধিদলে রয়েছেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

এনসিপির সঙ্গে বৈঠকের পর একই দিন সন্ধ্যা ৬টার পর জামায়াতের ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে ড. ইউনূসের যমুনায় বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে তারা নির্বাচনের আগে সরকারকে ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়কের’ ভূমিকা নেওয়ার আহ্বান জানান। এছাড়া অন্তর্বর্তী সরকারের ভেতর দলীয় লোক থাকলে নির্বাচনের আগে তাদের অপসারণের দাবি জানায় বিএনপি।

এনএস/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।