০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে পাকিস্তান

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:৪৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • 42

যুক্তরাষ্ট্র

পাকিস্তান
একটি
গুরুত্বপূর্ণ
বাণিজ্য
চুক্তির
খুব
কাছাকাছি
পৌঁছেছে,
যা
কয়েক
দিনের
মধ্যেই
চূড়ান্ত
হতে
পারে।
পাকিস্তানের
পররাষ্ট্রমন্ত্রী
ইশহাক
দার
এমন
তথ্য
জানিয়েছেন।

ওয়াশিংটনে
অ্যাটলান্টিক
কাউন্সিল
থিংক
ট্যাংক-এ
আয়োজিত
এক
আলোচনায়
দার
বলেন,
আমি
মনে
করি
আমরা
চুক্তি
চূড়ান্ত
করার
খুব
কাছাকাছি
চলে
এসেছি।
আমাদের
প্রতিনিধি
দল
ওয়াশিংটনে
অবস্থান
করছে,
ভার্চুয়াল
বৈঠক
চলছে
এবং
প্রধানমন্ত্রী
একটি
কমিটিকে
নির্দেশ
দিয়েছেন
বিষয়টি
এখন
চূড়ান্ত
করতে।

তিনি
আরও
বলেন,
এটা
মাস
নয়,
সপ্তাহও
নয়—আমি
বলবো
এটি
মাত্র
কয়েক
দিনের
বিষয়।

ওয়াশিংটন
বিভিন্ন
দেশের
সঙ্গে
বাণিজ্য
চুক্তি
পুনর্বিন্যাসের
চেষ্টা
করছে।
ডোনাল্ড
ট্রাম্প
বহু
দেশকে
অন্যায্য
বাণিজ্যের
অভিযোগে
শুল্ক
আরোপের
হুমকি
দিয়েছেন,
যদিও
অনেক
অর্থনীতিবিদ
তার
এই
দাবিকে
বিতর্কিত
বলেছেন।


আরও
পড়ুন
>

মার্কিন
পররাষ্ট্রমন্ত্রী
রুবিও-দার
বৈঠকের
পর
যুক্তরাষ্ট্রের
পররাষ্ট্র
দপ্তর

পাকিস্তানের
পররাষ্ট্র
মন্ত্রণালয়
পৃথক
বিবৃতি
প্রকাশ
করেছে।
এতে
বলা
হয়,
উভয়
পক্ষই
বাণিজ্য
সম্প্রসারণ
এবং
জরুরি
খনিজসম্পদ

খনিশিল্পে
সহযোগিতার
প্রয়োজনীয়তা
নিয়ে
আলোচনা
করেছে।
তবে
চুক্তি
সইয়ের
নির্দিষ্ট
সময়সীমা
কোনো
পক্ষই
উল্লেখ
করেনি।

পাকিস্তানের
পররাষ্ট্র
মন্ত্রণালয়ের
বিবৃতিতে
দার
আরও
উল্লেখ
করেন,
ভারত

পাকিস্তানের
মধ্যে
যুদ্ধবিরতি
প্রতিষ্ঠায়
ট্রাম্প

রুবিওর
গুরুত্বপূর্ণ
ভূমিকা
ছিল।

তবে
মার্কিন
বিবৃতিতে
ভারতের
বিষয়ে
কিছু
উল্লেখ
করা
হয়নি।

চলতি
বছরের
২২
এপ্রিল
ভারত
নিয়ন্ত্রিত
কাশ্মীরে
এক
হামলায়
২৬
জন
নিহত
হয়,
যার
পরিণতিতে
ভারত

পাকিস্তানের
মধ্যে
তীব্র
সংঘর্ষ
শুরু
হয়।

মে
ভারত
পাকিস্তানে
হামলা
চালায়,
যার
জবাবে
তিনদিনব্যাপী
পাল্টা
গোলাগুলি
চলে
এবং
১০
মে
দুই
দেশের
মধ্যে
যুদ্ধবিরতি
ঘোষণা
করেন
ট্রাম্প।


সূত্র:
রয়টার্স


এমএসএম

পাঠকপ্রিয়
অনলাইন
নিউজ
পোর্টাল
জাগোনিউজ২৪.কমে
লিখতে
পারেন
আপনিও।
লেখার
বিষয়
ফিচার,
ভ্রমণ,
লাইফস্টাইল,
ক্যারিয়ার,
তথ্যপ্রযুক্তি,
কৃষি

প্রকৃতি।
আজই
আপনার
লেখাটি
পাঠিয়ে
দিন

[email protected]

ঠিকানায়।
ট্যাগঃ
জনপ্রিয় খবর

রাশিয়ার ভয়ে সামরিক ব্যয় বাড়ানোর আহ্বান সুইজারল্যান্ড সেনাপ্রধানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে পাকিস্তান

আপডেট সময়ঃ ০৬:৪৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্র

পাকিস্তান
একটি
গুরুত্বপূর্ণ
বাণিজ্য
চুক্তির
খুব
কাছাকাছি
পৌঁছেছে,
যা
কয়েক
দিনের
মধ্যেই
চূড়ান্ত
হতে
পারে।
পাকিস্তানের
পররাষ্ট্রমন্ত্রী
ইশহাক
দার
এমন
তথ্য
জানিয়েছেন।

ওয়াশিংটনে
অ্যাটলান্টিক
কাউন্সিল
থিংক
ট্যাংক-এ
আয়োজিত
এক
আলোচনায়
দার
বলেন,
আমি
মনে
করি
আমরা
চুক্তি
চূড়ান্ত
করার
খুব
কাছাকাছি
চলে
এসেছি।
আমাদের
প্রতিনিধি
দল
ওয়াশিংটনে
অবস্থান
করছে,
ভার্চুয়াল
বৈঠক
চলছে
এবং
প্রধানমন্ত্রী
একটি
কমিটিকে
নির্দেশ
দিয়েছেন
বিষয়টি
এখন
চূড়ান্ত
করতে।

তিনি
আরও
বলেন,
এটা
মাস
নয়,
সপ্তাহও
নয়—আমি
বলবো
এটি
মাত্র
কয়েক
দিনের
বিষয়।

ওয়াশিংটন
বিভিন্ন
দেশের
সঙ্গে
বাণিজ্য
চুক্তি
পুনর্বিন্যাসের
চেষ্টা
করছে।
ডোনাল্ড
ট্রাম্প
বহু
দেশকে
অন্যায্য
বাণিজ্যের
অভিযোগে
শুল্ক
আরোপের
হুমকি
দিয়েছেন,
যদিও
অনেক
অর্থনীতিবিদ
তার
এই
দাবিকে
বিতর্কিত
বলেছেন।


আরও
পড়ুন
>

মার্কিন
পররাষ্ট্রমন্ত্রী
রুবিও-দার
বৈঠকের
পর
যুক্তরাষ্ট্রের
পররাষ্ট্র
দপ্তর

পাকিস্তানের
পররাষ্ট্র
মন্ত্রণালয়
পৃথক
বিবৃতি
প্রকাশ
করেছে।
এতে
বলা
হয়,
উভয়
পক্ষই
বাণিজ্য
সম্প্রসারণ
এবং
জরুরি
খনিজসম্পদ

খনিশিল্পে
সহযোগিতার
প্রয়োজনীয়তা
নিয়ে
আলোচনা
করেছে।
তবে
চুক্তি
সইয়ের
নির্দিষ্ট
সময়সীমা
কোনো
পক্ষই
উল্লেখ
করেনি।

পাকিস্তানের
পররাষ্ট্র
মন্ত্রণালয়ের
বিবৃতিতে
দার
আরও
উল্লেখ
করেন,
ভারত

পাকিস্তানের
মধ্যে
যুদ্ধবিরতি
প্রতিষ্ঠায়
ট্রাম্প

রুবিওর
গুরুত্বপূর্ণ
ভূমিকা
ছিল।

তবে
মার্কিন
বিবৃতিতে
ভারতের
বিষয়ে
কিছু
উল্লেখ
করা
হয়নি।

চলতি
বছরের
২২
এপ্রিল
ভারত
নিয়ন্ত্রিত
কাশ্মীরে
এক
হামলায়
২৬
জন
নিহত
হয়,
যার
পরিণতিতে
ভারত

পাকিস্তানের
মধ্যে
তীব্র
সংঘর্ষ
শুরু
হয়।

মে
ভারত
পাকিস্তানে
হামলা
চালায়,
যার
জবাবে
তিনদিনব্যাপী
পাল্টা
গোলাগুলি
চলে
এবং
১০
মে
দুই
দেশের
মধ্যে
যুদ্ধবিরতি
ঘোষণা
করেন
ট্রাম্প।


সূত্র:
রয়টার্স


এমএসএম

পাঠকপ্রিয়
অনলাইন
নিউজ
পোর্টাল
জাগোনিউজ২৪.কমে
লিখতে
পারেন
আপনিও।
লেখার
বিষয়
ফিচার,
ভ্রমণ,
লাইফস্টাইল,
ক্যারিয়ার,
তথ্যপ্রযুক্তি,
কৃষি

প্রকৃতি।
আজই
আপনার
লেখাটি
পাঠিয়ে
দিন

[email protected]

ঠিকানায়।