ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়ায় হিন্দুপাড়ায় হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় হাজারের বেশি অজ্ঞাতনামা আসামি করে গংগাচড়া মডেল থানায় মামলা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ধর্ম অবমাননার অভিযোগে গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় অজ্ঞাতনামা লোকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণ করেন।
এ ঘটনায় আলদাদপুর ছয়আনি পাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০/১২০০ জনের বিরুদ্ধে গংগাচড়া মডেল থানায় মামলা করেন।
ওই মামলায় যৌথ অভিযানে এরই মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এআইজি ইনামুল হক সাগর।
টিটি/ইএ/এমএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।