ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ও দেশের শীর্ষ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে মোট ৫৭ হাজার ২৫৬ কোটি ৮৬ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ করেছে সরকার। আদালতের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ অনুসন্ধানের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অবৈধ অর্থ উপার্জন, কর ফাঁকি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে গঠিত যৌথ তদন্ত টিমের সমন্বয় করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আইনি সহায়তা দিচ্ছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
তদন্তে ওই শিল্পগোষ্ঠী ছাড়াও সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ব্যক্তিগত আর্থিক কার্যক্রমও খতিয়ে দেখা হয়েছে।
দেশে জব্দ সম্পদ:
দেশের ভেতরে জব্দ করা হয়েছে ৪৬ হাজার ৮০৫ কোটি ৩২ লাখ টাকার সম্পত্তি। এর মধ্যে-স্থাবর সম্পত্তি: ৭ হাজার ৭৭৪ কোটি ৪৫ লাখ টাকা। আর অস্থাবর সম্পত্তি: ৩৯ হাজার ৩০ কোটি ৮৭ লাখ টাকা
বিদেশে জব্দ সম্পদ:
বিদেশে জব্দ হয়েছে মোট ১০ হাজার ৪৫১ কোটি ৮৬ লাখ টাকার সম্পদ। এর মধ্যে- স্থাবর সম্পত্তি: ৬ হাজার ৯৭ কোটি ১১ লাখ টাকা এবং অস্থাবর সম্পত্তি: ৪ হাজার ৩৫৪ কোটি ৪৩ লাখ টাকা
প্রতিবেদন অনুযায়ী, শেখ পরিবার ও শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর স্থাবর সম্পদ জব্দ হয়েছে ১৩ হাজার ৮৭১ কোটি ৫৬ লাখ টাকার আর অস্থাবর সম্পদ জব্দ হয়েছে ৪৩ হাজার ৩৮৫ কোটি ৩০ লাখ টাকার। আর এর মধ্য দিয়ে মোট জব্দকৃত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ হাজার ২৫৬ কোটি ৮৬ লাখ টাকা।
ইএআর/এনএইচআর
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
এডমিন 










