০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২ আগস্ট ২০২৫

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 1

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ট্রাম্পের অপমানে হতবাক ভারত, ‘প্রকৃত বন্ধুত্বে’ ফাটল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতিতে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ এবং কড়া ভাষায় সমালোচনা রীতিমতো বিস্ময় ও ক্ষোভের জন্ম দিয়েছে নয়াদিল্লিতে। বিশ্বের অর্ধেক দেশের ওপর শুল্ক বসানোর ঘোষণার মধ্যে আগেভাগেই দুঃসংবাদটি পেয়েছিল ভারত। তবে প্রস্তুতির জন্য এই বাড়তি সময় খুব একটা কাজে আসেনি।

পাকিস্তানে তেলের যে বিশাল ভাণ্ডারের কথা বলেছেন ট্রাম্প, তা কি আদৌ আছে?
পাকিস্তানে খনিজ তেলের ‘বিশাল ভাণ্ডার’ নিয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন এবং ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি হয়েছে, যার অধীনে দুই দেশ পাকিস্তানের খনিজ তেলের ‘বড় ভাণ্ডার’-এর উন্নয়নে একসঙ্গে কাজ করবে।

রাশিয়ার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় দুটি পারমাণবিক সাবমেরিনকে ‘যথাযথ অঞ্চলে’ পাঠানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি এ ধরনের বোকামি ও উসকানিমূলক বিবৃতিগুলোর চেয়ে বেশি কিছু হয়… কথা খুবই শক্তিশালী এবং এটি অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি সেরকম হবে না।

জাতিসংঘের বেশিরভাগ রিপোর্ট কেউ পড়ে না, জানালো জাতিসংঘই
জাতিসংঘের কর্মপদ্ধতি ও ব্যয় কমানোর লক্ষ্যে একটি অভ্যন্তরীণ সংস্কারমূলক প্রতিবেদনে উঠে এসেছে বিস্ময়কর এক তথ্য— সংস্থাটির নিজস্ব প্রতিবেদনগুলোর বেশিরভাগই কেউ পড়ে না।

ভারতে প্লেনের যাত্রীকে চড়ের ভিডিও ভাইরাল, যা ঘটেছে
ভারতীয় আকাশ পরিবহন সংস্থা ইন্ডিগোর মুম্বাই থেকে কলকাতাগামী প্লেনের এক যাত্রীর বিরুদ্ধে তার সহযাত্রীকে থাপ্পড় মারার অভিযোগ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা চলছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রয়েছে। সেখানে দেখা যায়, প্লেনের এক যাত্রী একজন মুসলিম সহযাত্রীকে থাপ্পড় মারছেন।

অর্থনৈতিক পরিসংখ্যান সংস্থার প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশে নিয়োজিত সরকারি সংস্থা ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের (বিএলএস) প্রধান এরিকা ম্যাকএন্টারফারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে গত তিন মাসে কর্মসংস্থানের গতি উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে যাওয়ার তথ্য প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প এই নির্দেশ দেন।

প্লাস্টিক দূষণ ঠেকাতে চুক্তির পথে ১৮০ দেশ
বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে একটি চুক্তি করার লক্ষ্যে প্রায় ১৮০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ১০ দিনের আলোচনা শুরু হচ্ছে। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার বুসানে আয়োজিত আলোচনায় কোনো চুক্তিতে পৌঁছাতে না পারার পর চলতি বছর সুইজারল্যান্ডের জেনেভায় আবারও এই আলোচনা শুরু হতে যাচ্ছে।

জুলাইয়ের গরম ভেঙেছে জাপানের ১২৭ বছরের রেকর্ড, আরও বাড়ার শঙ্কা
জাপানে চলতি বছরের জুলাই মাস ছিল ১৮৯৮ সাল থেকে রেকর্ড রাখা শুরুর পর সবচেয়ে গরম মাস- এমনটাই জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। তারা সতর্ক করেছে, সামনে আরও ভয়াবহ গরম অপেক্ষা করছে।

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার কথা অস্বীকার করছে ভারত
রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বন্ধের ‘গুঞ্জন’ ঘিরে শনিবার (২৭ জুলাই) মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ভারত নাকি রাশিয়া থেকে আর তেল কিনছে না- এমনটা শুনেছেন তিনি। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, এমন কোনো সিদ্ধান্তের বিষয়ে তারা কিছু জানে না।

ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করলো স্লোভেনিয়া
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। দেশটি বৃহস্পতিবার (৩১ জুলােই) এ নিষেধাজ্ঞা জারি করে।

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২ আগস্ট ২০২৫

আপডেট সময়ঃ ০৬:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ট্রাম্পের অপমানে হতবাক ভারত, ‘প্রকৃত বন্ধুত্বে’ ফাটল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতিতে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ এবং কড়া ভাষায় সমালোচনা রীতিমতো বিস্ময় ও ক্ষোভের জন্ম দিয়েছে নয়াদিল্লিতে। বিশ্বের অর্ধেক দেশের ওপর শুল্ক বসানোর ঘোষণার মধ্যে আগেভাগেই দুঃসংবাদটি পেয়েছিল ভারত। তবে প্রস্তুতির জন্য এই বাড়তি সময় খুব একটা কাজে আসেনি।

পাকিস্তানে তেলের যে বিশাল ভাণ্ডারের কথা বলেছেন ট্রাম্প, তা কি আদৌ আছে?
পাকিস্তানে খনিজ তেলের ‘বিশাল ভাণ্ডার’ নিয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন এবং ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি হয়েছে, যার অধীনে দুই দেশ পাকিস্তানের খনিজ তেলের ‘বড় ভাণ্ডার’-এর উন্নয়নে একসঙ্গে কাজ করবে।

রাশিয়ার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় দুটি পারমাণবিক সাবমেরিনকে ‘যথাযথ অঞ্চলে’ পাঠানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি এ ধরনের বোকামি ও উসকানিমূলক বিবৃতিগুলোর চেয়ে বেশি কিছু হয়… কথা খুবই শক্তিশালী এবং এটি অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি সেরকম হবে না।

জাতিসংঘের বেশিরভাগ রিপোর্ট কেউ পড়ে না, জানালো জাতিসংঘই
জাতিসংঘের কর্মপদ্ধতি ও ব্যয় কমানোর লক্ষ্যে একটি অভ্যন্তরীণ সংস্কারমূলক প্রতিবেদনে উঠে এসেছে বিস্ময়কর এক তথ্য— সংস্থাটির নিজস্ব প্রতিবেদনগুলোর বেশিরভাগই কেউ পড়ে না।

ভারতে প্লেনের যাত্রীকে চড়ের ভিডিও ভাইরাল, যা ঘটেছে
ভারতীয় আকাশ পরিবহন সংস্থা ইন্ডিগোর মুম্বাই থেকে কলকাতাগামী প্লেনের এক যাত্রীর বিরুদ্ধে তার সহযাত্রীকে থাপ্পড় মারার অভিযোগ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা চলছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রয়েছে। সেখানে দেখা যায়, প্লেনের এক যাত্রী একজন মুসলিম সহযাত্রীকে থাপ্পড় মারছেন।

অর্থনৈতিক পরিসংখ্যান সংস্থার প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশে নিয়োজিত সরকারি সংস্থা ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের (বিএলএস) প্রধান এরিকা ম্যাকএন্টারফারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে গত তিন মাসে কর্মসংস্থানের গতি উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে যাওয়ার তথ্য প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প এই নির্দেশ দেন।

প্লাস্টিক দূষণ ঠেকাতে চুক্তির পথে ১৮০ দেশ
বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে একটি চুক্তি করার লক্ষ্যে প্রায় ১৮০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে ১০ দিনের আলোচনা শুরু হচ্ছে। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার বুসানে আয়োজিত আলোচনায় কোনো চুক্তিতে পৌঁছাতে না পারার পর চলতি বছর সুইজারল্যান্ডের জেনেভায় আবারও এই আলোচনা শুরু হতে যাচ্ছে।

জুলাইয়ের গরম ভেঙেছে জাপানের ১২৭ বছরের রেকর্ড, আরও বাড়ার শঙ্কা
জাপানে চলতি বছরের জুলাই মাস ছিল ১৮৯৮ সাল থেকে রেকর্ড রাখা শুরুর পর সবচেয়ে গরম মাস- এমনটাই জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। তারা সতর্ক করেছে, সামনে আরও ভয়াবহ গরম অপেক্ষা করছে।

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার কথা অস্বীকার করছে ভারত
রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বন্ধের ‘গুঞ্জন’ ঘিরে শনিবার (২৭ জুলাই) মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ভারত নাকি রাশিয়া থেকে আর তেল কিনছে না- এমনটা শুনেছেন তিনি। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, এমন কোনো সিদ্ধান্তের বিষয়ে তারা কিছু জানে না।

ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করলো স্লোভেনিয়া
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। দেশটি বৃহস্পতিবার (৩১ জুলােই) এ নিষেধাজ্ঞা জারি করে।

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।