০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সত্য প্রকাশে এক চুলও পিছপা হবো না: আব্দুল কাদের

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • 35

সত্য প্রকাশ করার পর ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে শিবির প্রচার করেছে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের।

তার অভিযোগ, শিবিরের বিরুদ্ধে যখন তিনি প্রমাণসহ সত্য প্রকাশ করা শুরু করেছেন, তখন তার বিরুদ্ধে অপপ্রচারে লেগেছেস শিবিরের নেতাকর্মীরা। তবে সত্য প্রকাশে এক চুলও পিছপা হবেন না বলে জানান তিনি।

সোমবার (৪ আগস্ট) রাতে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ করেন আব্দুল কাদের।

ফেসবুক পোস্টে আব্দুল কাদের লেখেন, আমি যখন সত্য প্রকাশ করলাম, ব্যক্তি-গোষ্ঠীর অপকর্ম, অপরাজনীতি তুলে ধরলাম- তখন আমার যুক্তিকে খণ্ডন না করে ওরা প্রচার করতে লাগলো, আমি ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করি, আমি নাকি ছাত্রলীগ, আমি নাকি ডাকসুর জন্য এমন করি! সত্যকে মোকাবিলা করার সৎসাহস যাদের নাই, তারাই অপ্রাসঙ্গিক বিষয় টেনে নিয়ে এসে ঘায়েল করার পায়তারায় লিপ্ত থাকে। গত ৫ বছরের জার্নিতে হাসিনা রেজিমও এভাবে সত্যকে মোকাবিলা করতো না। তবে যে যা-ই বলেন, সত্য প্রকাশে এক চুলও পিছপা হবো না। সত্য আজ নয় কাল প্রতিষ্ঠা হবেই, সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে পিছপা হওয়া যাবে না। যে যা বলার বলুক।

তিনি আরও লেখেন, শেখ হাসিনার আমলে হলে থাকতে পারিনি, বাইরে দুর্দশায় জীবন অতিবাহিত করছি, হামলা-মামলার শিকার হয়েছি, জেল খেটেছি, জেলে যাওয়ার কারণে একাডেমিক ইয়ার লস হয়েছে। এতকিছুর পরও একটা দিনের জন্যও লড়াই থেকে পিছু হটিনি। সকালে মাইর খেয়েছি, বিকেলে আবার রাজপথে ফিরে আসছি।

গণতান্ত্রিক ছাত্র সংসদের এই নেতা লেখেন, আর্থিক অনটনও আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কারও কাছে একটা বারের জন্যও হাত পাতিনি। এখন অনেকেই সোশ্যাল মিডিয়ায় চরিত্র হননের উদ্দেশ্যে নানান কথা ছড়ান। আমার আল্লাহ জানে, আমি আমার আর্থিক এবং উদ্দেশ্যের জায়গায় কতটুকু সৎ। যতদিন আমার ভেতরে সত্য থাকবে, ততদিন আমার বাইরে ভয় নেই। ততদিনই সত্য প্রতিষ্ঠার লড়াই চলবে।

এমএইচএ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

সত্য প্রকাশে এক চুলও পিছপা হবো না: আব্দুল কাদের

আপডেট সময়ঃ ১২:০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

সত্য প্রকাশ করার পর ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে শিবির প্রচার করেছে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের।

তার অভিযোগ, শিবিরের বিরুদ্ধে যখন তিনি প্রমাণসহ সত্য প্রকাশ করা শুরু করেছেন, তখন তার বিরুদ্ধে অপপ্রচারে লেগেছেস শিবিরের নেতাকর্মীরা। তবে সত্য প্রকাশে এক চুলও পিছপা হবেন না বলে জানান তিনি।

সোমবার (৪ আগস্ট) রাতে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ করেন আব্দুল কাদের।

ফেসবুক পোস্টে আব্দুল কাদের লেখেন, আমি যখন সত্য প্রকাশ করলাম, ব্যক্তি-গোষ্ঠীর অপকর্ম, অপরাজনীতি তুলে ধরলাম- তখন আমার যুক্তিকে খণ্ডন না করে ওরা প্রচার করতে লাগলো, আমি ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করি, আমি নাকি ছাত্রলীগ, আমি নাকি ডাকসুর জন্য এমন করি! সত্যকে মোকাবিলা করার সৎসাহস যাদের নাই, তারাই অপ্রাসঙ্গিক বিষয় টেনে নিয়ে এসে ঘায়েল করার পায়তারায় লিপ্ত থাকে। গত ৫ বছরের জার্নিতে হাসিনা রেজিমও এভাবে সত্যকে মোকাবিলা করতো না। তবে যে যা-ই বলেন, সত্য প্রকাশে এক চুলও পিছপা হবো না। সত্য আজ নয় কাল প্রতিষ্ঠা হবেই, সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে পিছপা হওয়া যাবে না। যে যা বলার বলুক।

তিনি আরও লেখেন, শেখ হাসিনার আমলে হলে থাকতে পারিনি, বাইরে দুর্দশায় জীবন অতিবাহিত করছি, হামলা-মামলার শিকার হয়েছি, জেল খেটেছি, জেলে যাওয়ার কারণে একাডেমিক ইয়ার লস হয়েছে। এতকিছুর পরও একটা দিনের জন্যও লড়াই থেকে পিছু হটিনি। সকালে মাইর খেয়েছি, বিকেলে আবার রাজপথে ফিরে আসছি।

গণতান্ত্রিক ছাত্র সংসদের এই নেতা লেখেন, আর্থিক অনটনও আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কারও কাছে একটা বারের জন্যও হাত পাতিনি। এখন অনেকেই সোশ্যাল মিডিয়ায় চরিত্র হননের উদ্দেশ্যে নানান কথা ছড়ান। আমার আল্লাহ জানে, আমি আমার আর্থিক এবং উদ্দেশ্যের জায়গায় কতটুকু সৎ। যতদিন আমার ভেতরে সত্য থাকবে, ততদিন আমার বাইরে ভয় নেই। ততদিনই সত্য প্রতিষ্ঠার লড়াই চলবে।

এমএইচএ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।