চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিকের সঙ্গে ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মো. শাফায়াত হোসেন অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চবির নতুন কলা ভবনকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে বিভিন্ন গণমাধ্যমের উপস্থিত সাংবাদিকরা এর প্রতিবাদ করলে ক্ষমা চান শাফায়াত।
ভুক্তভোগী তৌহিদুর রহমান তুহি দ্য ডেইলি ক্যাম্পাসের ঢাকা অফিসের স্টাফ রিপোর্টার। তিনি বলেন, ‘সন্ধ্যায় নতুন কলা ভবনকেন্দ্রে ছাত্রদলের জিএস প্রার্থী এসে অভিযোগ করে জানান, তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে প্রায় এক ঘণ্টা ধরে এলইডি বন্ধ করে রাখা হয়েছে। তখন আমি সাংবাদিক পরিচয় দিয়ে প্রশ্ন করি, সাধারণত ভোট গণনার সময় পোলিং এজেন্টরা কেন্দ্রের ভেতরে থাকেন এবং আপনাদের পোলিং এজেন্টকে কে বের করে দিয়েছেন? তখন ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন প্রশ্নটি শোনার আগেই জানতে চান আমি কোন গণমাধ্যমে কাজ করি। এরপর আমি দ্য ডেইলি ক্যাম্পাসের কথা বলার পর খুবই খারাপ ব্যবহার করেন।’
তৌহিদুর আরও বলেন, ‘তিনি তুই-তোকারিও করেন। দ্য ডেইলি ক্যাম্পাস সত্য সংবাদ প্রকাশ করে না বলেও অভিযোগ করেন। তখন আমি সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করি। এছাড়া আমার সঙ্গে অন্য গণমাধ্যমের যারা ছিলেন, তারাও আমার সঙ্গে প্রতিবাদ করেন। পরে সার্বিক বিষয়ে ছাত্রদলের জিএস প্রার্থী ক্ষমা চেয়েছেন।’
এদিকে, ভোটকেন্দ্রগুলোর বাইরে দু-একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া কোনো ধরনের অনিয়ম ব্যতীত সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এখন ফলাফল ঘোষণার অপেক্ষায় শিক্ষার্থীরা।
একিউএফ
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
এডমিন 








