০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাগরে লঘুচাপের আভাস, সপ্তাহের শেষে কমতে পারে গরম

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • 10

গত কয়েকদিন ধরে বৃষ্টি কমে যাওয়ায় দেশজুড়ে দিনের গরম বেড়েছে। যদিও দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে শেষ রাতে হালকা শীত অনুভূত হচ্ছে। তবে চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে লঘুচাপ ও নিম্নচাপের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সাগরে লঘুচাপের সম্ভাবনা সত্যি হলে ভ্যাপসা গরমের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বিদায়ের পর দেশজুড়ে বৃষ্টি কমে গেছে। যদিও উপকূলীয় জেলায় হালকা বৃষ্টি হচ্ছে। এদিকে চলতি সপ্তাহে সাগরে লঘুচাপ ও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জাগো নিউজকে জানিয়েছেন, আগামী ২১ অক্টোবর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের আভাস রয়েছে। এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সপ্তাহের শেষে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পার। বৃষ্টির প্রভাবে গরম অনেকটা কমে যেতে পারে।

আজ রোববার (১৯ অক্টোবর) আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এমএমকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

সাগরে লঘুচাপের আভাস, সপ্তাহের শেষে কমতে পারে গরম

আপডেট সময়ঃ ০৬:০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

গত কয়েকদিন ধরে বৃষ্টি কমে যাওয়ায় দেশজুড়ে দিনের গরম বেড়েছে। যদিও দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে শেষ রাতে হালকা শীত অনুভূত হচ্ছে। তবে চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে লঘুচাপ ও নিম্নচাপের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সাগরে লঘুচাপের সম্ভাবনা সত্যি হলে ভ্যাপসা গরমের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বিদায়ের পর দেশজুড়ে বৃষ্টি কমে গেছে। যদিও উপকূলীয় জেলায় হালকা বৃষ্টি হচ্ছে। এদিকে চলতি সপ্তাহে সাগরে লঘুচাপ ও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জাগো নিউজকে জানিয়েছেন, আগামী ২১ অক্টোবর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের আভাস রয়েছে। এই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সপ্তাহের শেষে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পার। বৃষ্টির প্রভাবে গরম অনেকটা কমে যেতে পারে।

আজ রোববার (১৯ অক্টোবর) আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এমএমকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।