০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:১৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 2

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহ আলম মানিক ও বিএনপি সমর্থক রুহুল আমিনের সহযোগীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাবলু নামের এক যুবক গুরুতর আহত হয়ে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করে।

এ বিষয়ে বিএনপি সমর্থক রুহুল আমিন জাগো নিউজকে বলেন, ‘শাহ আলম মানিক জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবলু নামের এক লোকের ওপর হামলা করেন। নিরীহ লোকটাকে আজ বিকেলে পিস্তল দিয়ে মারধর করে রক্তাক্ত করায় আমরা তার কাছে এ বিষয়ে জানতে গিয়েছিলাম। তবে আমরা যাওয়ার খবর পেয়ে মানিক পালিয়ে যান। আমি কারও উপর হামলা চালাইনি। মানিক মতির লোক, তিনি আমাকে ফাঁসাতে এই কাহিনি করছেন।’

জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহ আলম মানিক বলেন, ‘আমি আমার বাড়ির সামনে বসে থাকা অবস্থায় রুহুল আমিন তার ৫০-৬০ জন সহযোগী নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালান। তবে, কী কারণে এই ঘটনা ঘটেছে আমি নিশ্চিত নই। আর আমি লোকমুখে শুনেছি রুহুলের লোকজন গুলিবর্ষণ করেছে। তবে এটি আমি নিশ্চিত নই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। আমার কাছে হামলার সিসি টিভি ফুটেজ রয়েছে।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, মারামারির ঘটনার পর আমি টিম পাঠিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

গুলিবর্ষণ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না গুলিবর্ষণের ঘটনা ঘটেনি এবং কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ করতে আসেনি।

মো. আকাশ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

আপডেট সময়ঃ ১২:১৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহ আলম মানিক ও বিএনপি সমর্থক রুহুল আমিনের সহযোগীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাবলু নামের এক যুবক গুরুতর আহত হয়ে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করে।

এ বিষয়ে বিএনপি সমর্থক রুহুল আমিন জাগো নিউজকে বলেন, ‘শাহ আলম মানিক জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবলু নামের এক লোকের ওপর হামলা করেন। নিরীহ লোকটাকে আজ বিকেলে পিস্তল দিয়ে মারধর করে রক্তাক্ত করায় আমরা তার কাছে এ বিষয়ে জানতে গিয়েছিলাম। তবে আমরা যাওয়ার খবর পেয়ে মানিক পালিয়ে যান। আমি কারও উপর হামলা চালাইনি। মানিক মতির লোক, তিনি আমাকে ফাঁসাতে এই কাহিনি করছেন।’

জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহ আলম মানিক বলেন, ‘আমি আমার বাড়ির সামনে বসে থাকা অবস্থায় রুহুল আমিন তার ৫০-৬০ জন সহযোগী নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালান। তবে, কী কারণে এই ঘটনা ঘটেছে আমি নিশ্চিত নই। আর আমি লোকমুখে শুনেছি রুহুলের লোকজন গুলিবর্ষণ করেছে। তবে এটি আমি নিশ্চিত নই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। আমার কাছে হামলার সিসি টিভি ফুটেজ রয়েছে।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, মারামারির ঘটনার পর আমি টিম পাঠিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

গুলিবর্ষণ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না গুলিবর্ষণের ঘটনা ঘটেনি এবং কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ করতে আসেনি।

মো. আকাশ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।