বর্তমানে স্মার্টফোন সবার নিত্যসঙ্গী। এক মুহূর্তও কাটে না স্মার্টফোন ছাড়া। যোগাযোগ সহজ করতে তো বটেই এখন বাড়ির বিল পরিশোধেও ভরসা স্মার্টফোন। ২৪ ঘণ্টাই স্মার্টফোনে কাজ করছেন। কিন্তু দেখা যায় ফোন কিছুদিন ব্যবহারের পরই তার গতি কমতে থাকে।
অ্যান্ড্রয়েড ফোনটি খুব ধীর গতিতে চলতে থাকে বা বার বার হ্যাং করে, তবে খুব বিরক্তি লাগতেই পারে। বিশেষ করে যখন আমাদের দ্রুত কোনো কাজ করতে হবে। এমন পরিস্থিতিতে অনেকেই নতুন ফোন কেনার কথা চিন্তা করেন। তবে পুরোনো ফোনের সেটিংসে কিছু বদল আনলেই কিন্তু ফোনের গতি বাড়াতে পারবেন।
জেনে নিন সেটিংসে কীভাবে পরিবর্তন করলে ফোনের গতি হবে একেবারে নতুন ফোনের মতো-
ক্যাশে ডাটা পরিষ্কার করুন
যে কোনো অ্যাপ বার বার ব্যবহারের ফলে ফোনে ক্যাশে ডাটা জমা হয়। এটি ফোনের মেমোরি পূর্ণ করে এবং ডিভাইসটি স্লো হয়ে যায়। এমন পরিস্থিতিতে সময়ে সময়ে ক্যাশে ক্লিন করা গুরুত্বপূর্ণ। এজন্য প্রথমে সেটিংসে যেতে হবে > তারপর স্টোরেজে যেতে হবে > ক্যাশে ডাটা ক্লিন করতে হবে।
ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন
অনেক সময় আমরা একসঙ্গে অনেক অ্যাপ খুলি এবং সেগুলো বন্ধ করি না। এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং ফোনের গতি কমিয়ে দেয়। এজন্য প্রথমে সব অ্যাপ পরিষ্কার করতে হবে। প্রয়োজনে সেটিংসে যেতে হবে এবং ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বন্ধ করতে হবে।
অবাঞ্ছিত অ্যাপ আনইনস্টল করুন
ফোনে যত বেশি অ্যাপ থাকবে, তত বেশি স্টোরেজ এবং র্যাম ব্যবহার হবে। অনেক সময় এমন অ্যাপ থাকে যা আমরা মাসের পর মাস ব্যবহার করি না। সেগুলো সরিয়ে ফেলা ভালো হবে। এজন্য সেটিংসে যেতে হবে > অ্যাপ সেকশনে যেতে হবে > অবাঞ্ছিত অ্যাপ নির্বাচন করতে হবে > আনইনস্টল করতে হবে।
ফোন আপডেট রাখুন
সিস্টেম আপডেট করলে বাগ ফিক্স হয় এবং ফোনের কর্মক্ষমতা উন্নত হয়। কেউ যদি দীর্ঘ দিন ধরে ফোন আপডেট না করে থাকেন, তাহলে অবশ্যই এটি আপডেট করতে হবে। এজন্য সেটিংসে যেতে হবে > সফটওয়্যার আপডেট করতে হবে > আপডেটের জন্য চেক করতে হবে।
স্টোরেজ খালি করুন
ফোনের ইন্টারনাল স্টোরেজ পূর্ণ থাকলে এটি ফোনের গতিও কমিয়ে দেয়। ক্লাউডে বড় বড় ফাইল, ছবি এবং ভিডিও ব্যাকআপ করতে হবে এবং ফোন থেকে মুছে ফেলতে হবে। এজন্য গুগল ফটো, ড্রাইভের মতো ক্লাউড পরিষেবা ব্যবহার করুন।
ফোন রিস্টার্ট করুন
কখনো কখনো কেবল ফোন রিস্টার্ট করলেও এর গতি বৃদ্ধি পায়। কারণ এটি র্যাম খালি করে এবং ব্যাকগ্রাউন্ড প্রসেস বন্ধ করে দেয়। তাই ফোনের গতি কমে গেলে রিস্টার্ট করে দেখতে পারেন। তবে আগে অবশ্যই ফোনের ওয়াই-ফাই, ডাটা সব বন্ধ করে নিন।
আরও পড়ুন
সূত্র: রিডার্স ডাইজেস্ট
কেএসকে/এমএস