০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৩১ অক্টোবরের মধ্যে চাঁদাবাজদের গ্রেফতার না করলে গাড়ি বিক্রি বন্ধ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • 16

আগামী ৩১ অক্টোবরের মধ্যে চাঁদাবাজি বন্ধ না হলে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সদস্যরা আমদানি করা গাড়িগুলো বন্দর কাস্টমস’র মাধ্যমে খালাস করবে না এবং কোনো শুল্ক-কর দেবে না- বলে আলটিমেটাম দিয়েছেন সংগঠনটির সভাপতি আবদুল হক।

রোববার (১৯ অক্টোবর) দেশের সব গাড়ির শোরুম অর্ধদিবস বন্ধ রেখে রাজধানীর প্রগতি সরণিতে মনববন্ধন শেষে সংবাদ সম্মেলন করে তিনি এ আলটিমেটাম দেন।

গাড়ির শোরুমে চাঁদাবাজি এবং দফায় দফায় হামলার প্রতিবাদে আজ দেশের সব শোরুম বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করে বারভিডা। বারভিডার পক্ষ থেকে বলা হয়, গত কয়েকমাস ধরে বারভিডা সসদ্যদের শোরুমে চাঁদাবাজি এবং ককটেল হামলার প্রেক্ষিতে ব্যবসার সার্বিক নিরাপত্তা এবং ক্রেতাদের আস্থা বজায় রাখার লক্ষ্যে বারভিডা এসব কর্মসূচি পালন করে।

মানববন্ধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বারভিডা’র সভাপতি আবদুল হক বলেন, আগামী ৩১ অক্টোবরের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে বারভিডা সদস্যরা তাদের আমদানি করা গাড়িগুলো বন্দর কাস্টমসের মাধ্যমে খালাস করবে না এবং কোনো শুল্ক-কর দেবে না। এছাড়াও বারভিডা বিআরটিএ’তে গাড়ি রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ রাখবে।

দেশের রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাতের সংগঠন বারভিডা রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস তাদের গাড়ির শোরুম বন্ধ রাখে। এসময় রাজধানীর প্রগতি সরণি এলাকার কোকাকোলা মোড় প্রাঙ্গণে বারভিডার কয়েকশ সদস্য মানববন্ধনে অংশ নেন।

সংগঠনের সভাপতি ছাড়াও সাবেক সভাপতি হাবিব উল্লাহ ডন, সাবেক সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট-১ মোহা. সাইফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট-৩ ফরিদ আহমেদ এবং বারভিডার কার্যনির্বাহী কমিটি সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

বারভিডার পক্ষ থেকে জানানো হয়, গাড়ির শোরুমে চাঁদাবাজি এবং ককটেল হামলার প্রেক্ষিতে বারভিডা নেতারা এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি অবহিত করেন এবং র‌্যাব মহাপরিচালককে বিষয়টি অবহিত করেন। নগরে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কার্যক্রমের মধ্যেও কয়েকদিন পরপরই সন্ত্রাসী গোষ্ঠী থেকে এ ধরনের হুমকি ও হামলা চলায় বারভিডা আজ তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করে।

বারভিডার নেতারা জানান, সন্ত্রাসী হামলার ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ক্রেতারাও শোরুমে আসতে নিরাপদ বোধ করছেন না।

মানববন্ধন কর্মসূচিতে বারভিডার জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ জগলুল হোসেন, জয়েন্ট ট্রেজারার মো. হাফিজ আল-আসাদ, অর্গানাইজিং সেক্রেটারি জোবায়ের রহমান, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি জনাব এস এম মনসুরুল কবির (লিংকন) ও কালচারাল সেক্রেটারি জনাব মোঃ গোলাম রাব্বানি (শান্ত) উপস্থিত ছিলেন।

এমএএস/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

ট্যাগঃ

৩১ অক্টোবরের মধ্যে চাঁদাবাজদের গ্রেফতার না করলে গাড়ি বিক্রি বন্ধ

আপডেট সময়ঃ ১২:০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

আগামী ৩১ অক্টোবরের মধ্যে চাঁদাবাজি বন্ধ না হলে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সদস্যরা আমদানি করা গাড়িগুলো বন্দর কাস্টমস’র মাধ্যমে খালাস করবে না এবং কোনো শুল্ক-কর দেবে না- বলে আলটিমেটাম দিয়েছেন সংগঠনটির সভাপতি আবদুল হক।

রোববার (১৯ অক্টোবর) দেশের সব গাড়ির শোরুম অর্ধদিবস বন্ধ রেখে রাজধানীর প্রগতি সরণিতে মনববন্ধন শেষে সংবাদ সম্মেলন করে তিনি এ আলটিমেটাম দেন।

গাড়ির শোরুমে চাঁদাবাজি এবং দফায় দফায় হামলার প্রতিবাদে আজ দেশের সব শোরুম বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করে বারভিডা। বারভিডার পক্ষ থেকে বলা হয়, গত কয়েকমাস ধরে বারভিডা সসদ্যদের শোরুমে চাঁদাবাজি এবং ককটেল হামলার প্রেক্ষিতে ব্যবসার সার্বিক নিরাপত্তা এবং ক্রেতাদের আস্থা বজায় রাখার লক্ষ্যে বারভিডা এসব কর্মসূচি পালন করে।

মানববন্ধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বারভিডা’র সভাপতি আবদুল হক বলেন, আগামী ৩১ অক্টোবরের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে বারভিডা সদস্যরা তাদের আমদানি করা গাড়িগুলো বন্দর কাস্টমসের মাধ্যমে খালাস করবে না এবং কোনো শুল্ক-কর দেবে না। এছাড়াও বারভিডা বিআরটিএ’তে গাড়ি রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ রাখবে।

দেশের রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাতের সংগঠন বারভিডা রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস তাদের গাড়ির শোরুম বন্ধ রাখে। এসময় রাজধানীর প্রগতি সরণি এলাকার কোকাকোলা মোড় প্রাঙ্গণে বারভিডার কয়েকশ সদস্য মানববন্ধনে অংশ নেন।

সংগঠনের সভাপতি ছাড়াও সাবেক সভাপতি হাবিব উল্লাহ ডন, সাবেক সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট-১ মোহা. সাইফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট-৩ ফরিদ আহমেদ এবং বারভিডার কার্যনির্বাহী কমিটি সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

বারভিডার পক্ষ থেকে জানানো হয়, গাড়ির শোরুমে চাঁদাবাজি এবং ককটেল হামলার প্রেক্ষিতে বারভিডা নেতারা এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি অবহিত করেন এবং র‌্যাব মহাপরিচালককে বিষয়টি অবহিত করেন। নগরে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কার্যক্রমের মধ্যেও কয়েকদিন পরপরই সন্ত্রাসী গোষ্ঠী থেকে এ ধরনের হুমকি ও হামলা চলায় বারভিডা আজ তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করে।

বারভিডার নেতারা জানান, সন্ত্রাসী হামলার ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ক্রেতারাও শোরুমে আসতে নিরাপদ বোধ করছেন না।

মানববন্ধন কর্মসূচিতে বারভিডার জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ জগলুল হোসেন, জয়েন্ট ট্রেজারার মো. হাফিজ আল-আসাদ, অর্গানাইজিং সেক্রেটারি জোবায়ের রহমান, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি জনাব এস এম মনসুরুল কবির (লিংকন) ও কালচারাল সেক্রেটারি জনাব মোঃ গোলাম রাব্বানি (শান্ত) উপস্থিত ছিলেন।

এমএএস/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।