ঘটনাটি
ঘটে
গত
শুক্রবার
রাতে,
রাজধানীর
হাতিরঝিল
থানার
নয়াটোলা
গ্রিনওয়ের
একটি
ফ্ল্যাটে।
রোববার
এ
ঘটনায়
রাজধানীর
হাতিরঝিল
থানায়
মামলা
করেন
খন্দকার
দেলোয়ার
হোসেনের
ছেলে
খন্দকার
আবদুল
হামিদের
স্ত্রী
তানজিন
হামিদ।
অভিযোগে
বলা
হয়েছে,
শুক্রবার
রাতে
যুবদলের
কর্মী
হিসেবে
পরিচয়
দেওয়া
শাওন
(২৫),
হাবিব
(৩৫),
সাজিদ
(২২)
ও
সানি
(৩৫)
তাঁদের
ফ্ল্যাটে
গিয়ে
এক
লাখ
টাকা
চাঁদা
দাবি
করেন।
এ
সময়
শাওন
কোমরে
থাকা
অস্ত্র
দেখিয়ে
তানজিন
হামিদকে
ভয়ভীতি
দেখান।
তানজিন
হামিদ
বলেন,
‘তারা
আমাদের
পরিচয়
জানার
পর
আরও
খারাপ
আচরণ
করেছে।
এমনকি
বাচ্চাদের
সঙ্গেও
খারাপ
ব্যবহার
করেছে।
বাসায়
নগদ
টাকা
না
থাকায়
তারা
ব্যাংকের
বুথ
থেকে
টাকা
তুলে
দিতে
বাধ্য
করেছে।’
এডমিন 










