কর্মসূচিতে
‘অখণ্ড
কিশোরগঞ্জ
জেলা’র
মুখপাত্র
জগলুল
হাসান,
বৈষম্যবিরোধী
ছাত্র
আন্দোলন
কিশোরগঞ্জ
জেলা
শাখার
সাবেক
আহ্বায়ক
ইকরাম
হোসেন,
জেলা
ছাত্রদলের
সাবেক
সহসভাপতি
সায়েদ
সুমন,
বৈষম্যবিরোধী
ছাত্র
আন্দোলনের
সাবেক
নেতা
ফয়সাল
প্রিন্স,
মো.
মামুন
প্রমুখ
বক্তব্য
দেন।
জগলুল
হাসান
বলেন,
‘কিশোরগঞ্জ
জেলাকে
নিয়ে
ভৈরববাসীর
নানা
প্রোপাগান্ডা
ছড়ানো
ও
আন্দোলনের
নামে
অস্থিতিশীল
পরিবেশ
সৃষ্টিরও
প্রতিবাদ
জানিয়েছি
আমরা।
ট্রেনে
পাথর
নিক্ষেপকারী
দুষ্কৃতকারীদের
গ্রেপ্তার
ও
দৃষ্টান্তমূলক
শাস্তির
দাবিতে
আগামীকাল
বৃহস্পতিবার
পুলিশ
সুপারের
কাছে
স্মারকলিপি
দেওয়া
হবে।
ভৈরববাসী
যদি
আন্দোলনের
নামে
আর
কোনো
সহিংসতা
আর
নৈরাজ্য
সৃষ্টি
করে
তাহলে
কিশোরগঞ্জবাসী
বসে
থাকবে
না।
তারাও
কঠিন
আন্দোলন
সংগ্রাম
গড়ে
তুলবে।’
এডমিন 











