জামানের
বড়
ভাই
সালাউদ্দিন
জানান,
গত
শুক্রবার
রাত
সোয়া
আটটার
দিকে
বনানী
থানাধীন
বক্ষব্যাধি
হাসপাতালের
চতুর্থ
শ্রেণির
অফিস
ক্লাবের
সামনে
চা
খেতে
যান
জামান।
এ
সময়
হঠাৎ
মুখোশধারী
দুই
দুর্বৃত্ত
দূর
থেকে
গুলি
ছুড়ে
পালিয়ে
যায়।
জামানের
ডান
চোখের
পাশে
গুলি
লাগে।
পরে
আশপাশের
লোকজন
তাকে
উদ্ধার
করে
রাতেই
ঢাকা
মেডিকেল
কলেজ
হাসপাতালে
ভর্তি
করেন।
নিহত
জামান
হোসেন
মহাখালীর
বক্ষব্যাধি
হাসপাতালের
স্টাফ
কোয়ার্টারে
থাকতেন।
তাঁর
গ্রামের
বাড়ি
নোয়াখালীর
সোনাইমুড়ি
উপজেলায়।
এডমিন 












