ঘাটসংলগ্ন
এলাকায়
ভাঙনের
ঝুঁকি
ঘাটসংলগ্ন
বাহিরচর
ছাত্তার
মেম্বার
পাড়া,
মজিদ
মাতুব্বর
পাড়া,
শাহাদত
মেম্বার
পাড়া,
বাজার,
মসজিদ,
স্কুলসহ
একাধিক
স্থাপনা
ভাঙনের
ঝুঁকিতে
রয়েছে।
ভাঙন
আতঙ্কে
অনেকে
স্থাপনা
সরিয়ে
নিয়েছেন।
ছাত্তার
মেম্বার
পাড়ার
চারটি
পরিবার
তাদের
ঘর
সরিয়ে
নিয়েছে।
ছাত্তার
মেম্বার
পাড়ার
নদীর
পাড়ের
শেষ
বসতি
আলতাফ
মোল্লার
পরিবারের।
বসতভিটা
রক্ষা
করতে
না
পেরে
দুটি
ঘর
অন্যত্র
সরিয়ে
ফেলছে
পরিবারটি।
আলতাফ
মোল্লার
স্ত্রী
সূর্য
বেগম
ক্ষোভের
সঙ্গে
বলেন,
‘ছয়বার
ভাঙনে
ভিটামাটি
হারায়ে
এখানে
আশ্রয়
নিয়েছিলাম।
এইবার
ভাঙলে
সাতবার
হইবে।
এখন
কোথায়
দাঁড়াব
বলতে
পারছি
না।
ঘর,
টিনের
চাল,
জিনিসপত্র
ভেঙে
পাশে
রাখছি।
এখন
কোথাও
জায়গা
হলে
চলে
যাব।’
স্থানীয়
আলতাফ
মোল্লা,
শাহাদৎ
প্রামাণিক
ও
ময়ান
সরদার
বলেন,
‘কয়েক
দিনে
যে
হারে
ভাঙছে,
এভাবে
ভাঙন
চললে
ফেরিঘাট,
বাহিরচর
ছাত্তার
মেম্বার
পাড়া,
মজিদ
মাতুব্বর
পাড়া,
শাহাদত
মেম্বার
পাড়াসহ
অনেক
স্থাপনা
নদীতে
বিলীন
হয়ে
যাবে।’