গত
মঙ্গলবার
২২
বছর
বয়সী
এক
সন্দেহভাজনকে
আদালতে
হাজির
করা
হয়।
কার্ককে
গুলি
করে
হত্যার
ঘটনায়
তাঁর
বিরুদ্ধে
অভিযোগ
আনা
হয়েছে।
জিমি
কিমেল
গত
সোমবার
তাঁর
শোতে
বলেন,
অভিযুক্ত
ওই
সন্দেহভাজন
মাগা
গ্যাংয়ের
কেউ
নন
বলে
প্রমাণ
করার
সর্বোচ্চ
চেষ্টা
করছে
তারা।
এটি
থেকে
রাজনৈতিক
সুবিধা
নিতে
তারা
সবকিছু
করছে।
লেট
নাইট
শোর
উপস্থাপক
জিমি
কিমেল
শুধু
ওই
মন্তব্যেই
থেমে
থাকেননি,
তিনি
চার্লি
কার্কের
স্মরণে
পতাকা
অর্ধনমিত
রাখার
সিদ্ধান্তের
সমালোচনাও
করেন।
একই
সঙ্গে
এ
ঘটনায়
মার্কিন
প্রেসিডেন্ট
ডোনাল্ড
ট্রাম্পের
প্রতিক্রিয়াকেও
ব্যঙ্গ
করেন।
কিমেল
বলেন,
‘একজন
প্রাপ্তবয়স্ক
মানুষ
তাঁর
বন্ধুর
হত্যাকাণ্ডে
এভাবে
শোক
প্রকাশ
করেন
না।
একটি
চার
বছরের
শিশু
তার
সোনালি
মাছ
মারা
গেলে
এভাবে
শোক
করে।’
ট্রাম্পকে
নিয়ে
এর
আগেও
বহুবার
ঠাট্টা
ও
বিদ্রূপ
করেছেন
কিমেল।
এডমিন 










