চীন
মানববাহী
মহাকাশ
কর্মসূচির
মুখপাত্র
ঝাং
জিংবো
বলেন,
বর্তমানে
চাঁদে
মানুষ
পাঠানোর
গবেষণা
ও
উন্নয়ন
কাজের
প্রতিটি
কর্মসূচি
ঠিকঠাক
এগিয়ে
চলেছে।
লং
মার্চ
১০
রকেট
আর
চাঁদে
অবতরণের
বিশেষ
স্যুট
ও
অনুসন্ধানকারী
যান
এরই
মধ্যে
প্রায়
প্রস্তুত।
২০৩০
সালের
মধ্যে
চীন
চাঁদে
মানুষ
পাঠানোর
নির্দিষ্ট
লক্ষ্যে
সুদৃঢ়
অবস্থানে
কাজ
করছে।
চীন
মহাকাশ
অনুসন্ধান
পরিকল্পনার
অংশ
হিসেবে
তিয়ানগং
মহাকাশ
স্টেশনের
কাজ
শেষ
করতে
দ্রুত
কাজ
করছে।
এরই
অংশ
হিসেবে
নতুন
নভোচারী
পাঠানো
হচ্ছে।
একেকটি
দল
ছয়
মাসের
জন্য
স্টেশনের
ভেতরে
থেকে
গবেষণা
পরিচালনা
করে।
স্টেশনে
অন্যদের
সঙ্গে
যোগ
দেওয়া
নতুন
ক্রু
সদস্যরা
হলেন
ঝাং
লু,
উ
ফেই
ও
ঝাং
হংঝাং।
এডমিন 











