বারুতখানা
এলাকার
বাসিন্দা
মো.
হোসেন
বলেন,
‘প্রায়
এক
মাস
ধরে
সিটি
করপোরেশন
পানি
দিচ্ছে
না।
এতে
এলাকার
বাসিন্দারা
কষ্টে
দিনাতিপাত
করছেন।
একাধিকবার
সিটি
করপোরেশন
কর্তৃপক্ষের
সঙ্গে
যোগাযোগ
করা
হলেও
কোনো
সমাধান
না
পাওয়ায়
আমরা
সড়ক
অবরোধ
করেছি।’
একই
এলাকার
বাসিন্দা
নাজনীন
আক্তার
বলেন,
‘খাবার
পানি
থেকে
শুরু
করে
দৈনন্দিন
ব্যবহারের
পানি
প্রায়
এক
মাস
ধরে
কিনে
ব্যবহার
করছি।
এতে
একেকটি
পরিবারের
নিয়মিত
প্রায়
৪০০
থেকে
৫০০
টাকা
খরচ
হচ্ছে।
অথচ
সিটি
করপোরেশন
কোনো
গুরুত্ব
দিচ্ছে
না।
বাধ্য
হয়েই
আমরা
সড়কে
নেমেছি।’
এ
বিষয়ে
সিলেট
সিটি
করপোরেশনের
নির্বাহী
প্রকৌশলী
(পানি)
আবদুস
সোবহানের
সঙ্গে
যোগাযোগ
করা
হলে
তিনি
ভারপ্রাপ্ত
প্রধান
প্রকৌশলীর
সঙ্গে
কথা
বলার
পরামর্শ
দেন।
এডমিন 












